বাংলা নিউজ > বায়োস্কোপ > আলিয়ার সঙ্গে আসছে নতুন কাজ, তাঁর আগেই খুশির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন বেদাঙ্গ

আলিয়ার সঙ্গে আসছে নতুন কাজ, তাঁর আগেই খুশির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন বেদাঙ্গ

বেদাঙ্গ রায়না ও খুশি কাপুর

বেদাঙ্গ রায়নাকে তাঁর জীবনে প্রেম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বারবার এড়িয়ে গিয়েছেন। এই মুহূর্তে তিনি তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করতে প্রস্তুত নন। তবে গুঞ্জন অভিনেতাকে নাকি প্রায়শই তাঁর 'দ্য আর্চিস'-এর সহ-অভিনেত্রী খুশি কাপুরের সঙ্গে দেখা যাচ্ছে।

বেদাঙ্গ রায়নাকে তাঁর জীবনে প্রেম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বারবার এড়িয়ে গিয়েছেন। এই মুহূর্তে তিনি তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করতে প্রস্তুত নন। তবে গুঞ্জন অভিনেতাকে নাকি প্রায়শই তাঁর 'দ্য আর্চিস'-এর সহ-অভিনেত্রী খুশি কাপুরের সঙ্গে দেখা যাচ্ছে। তবে তিনি এক সাক্ষাৎকারে জানান, এই মুহূর্তে তিনি তাঁর কেরিয়ার নিয়েই ব্যস্ত।

তিনি GQ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে, তিনি অন্য যে কোনও কিছুর থেকে জীবনে বর্তমানে কেরিয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুন: 'আমি চলে গেলে আমার জন্য কথা বলুন…' আরজি কর কাণ্ডে সুর চড়ালেন ফারহান আখতার

এ প্রসঙ্গে কী বললেন বেদাঙ্গ?

সাক্ষাৎকারের সময়, বেদাঙ্গ বলেন, 'আমি এই মুহূর্তে প্রেম নিয়ে খুব একটা ভাবছি না, এখন আমার আসল লক্ষ কেরিয়ারে। আমি সেদিকেই এখন মনোনিবেশ করতে চাই। আমি আমার জীবনের এই দুটি দিক আলাদা রাখতে চাই। আমার কাজ সকলে জানুক সেটা যেমন চাই, অন্যদিকে প্রেম-ভালবাসা এই বিষয়গুলো ব্যক্তিগতই রাখতে চাই। আমি এখন আমার ক্যারিয়ারে যে সময় আছি, সেই সময়টাকে উপভোগ করতে চাই। আমার কাজ দিয়ে আরও অনেক কিছু অর্জন করতে চাই। তবে এটাও ঠিক যে এই পথে আমার প্রেম জীবন কখনই বাঁধা হয়ে দাঁড়াবে না। তবে এটা আমার জীবনের একটা প্রধান অংশ হয়ে উঠতে পারে। তাই আমি কাউকে বেছে নেওয়ার ক্ষেত্রে খুবই সচেতন।'

আরও পড়ুন: ভিকিকে 'তৌবা তৌবা' গানে নাচতে দেখে ক্ষেপে লাল স্যাম মানেকশের মেয়ে

প্রেম জীবন ছাড়াও আলিয়া ভাটের সঙ্গে কাজ করার বিষয়ে অভিনেতা নানা কথা শেয়ার করেন। আলিয়ার আসন্ন ছবি 'জিগরা'তে তাঁকে দেখা যাবে। এই ছবিতে আলিয়া ভাট প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আলিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আলিয়া আমার বিপরীত কাজ করছেন, সত্যি বলতে, এটা নিজেও আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি একজন অসাধরণ অভিনেত্রী, ওঁর কাজ আমার উপরও মারাত্মক ভাবে প্রভাব ফেলে ছিল। ওঁর সঙ্গে কাজ করব বলে আগে থেকেই অনেকটা প্রস্তুতি নিয়েছিলাম। সেটে ওঁর সঙ্গে কাজের প্রথম দিন পুরো মোডটা নিজের মধ্যে সেট করার জন্য একটা কোনে বসে আমার পছন্দের গানগুলো শুনেছিলাম।

তারপর আলিয়া এলেন আর প্রথম টেকেই ওকে শর্ট দিলেন, ওঁর কাজ দেখে আমি অবাক হয়ে গেলাম। কী দ্রুত তিনি একটি চরিত্র হয়ে উঠতে পারেন তাও নিমেষের মধ্যে, তা নিজের চোখে প্রত্যক্ষ করলাম। এত বছর ধরে ইন্ডাস্ট্রি থেকেও তিনি তাঁর পেশাদারিত্বের জায়গায় অবিচল। আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। কতটা কী শিখেছি তা মেপে বলা কঠিন, কিন্তু চেতনে-অবচেতনে সব সময় ওঁর থেকে শিখতেই থেকেছি।"

সম্প্রতি ইন্ডিয়া কউচার উইকে পোশাক শিল্পী গৌরব গুপ্তার পোশাক প্রদর্শনী অনুষ্ঠানে বেদাঙ্গকে খুশির সঙ্গে শোস্টপার হিসেবে কাজ করতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের উৎসবেও তাঁরা আলাদা করে নজর কেড়েছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ইংল্যান্ডকে ২-১ হারিয়ে দিল গ্রিস, ইতালির বিরুদ্ধে বেলজিয়ামের দুরন্ত লড়াই উচ্ছেদের নোটিস থেকে সাময়িক স্বস্তি পেলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা কন্যা পুজোয় কার প্রয়োজন? জেনে নিন এই পুজোর সঠিক নিয়ম ও পদ্ধতি 'বন্ধু হারাল ফ্রান্স', রতন টাটার প্রয়াণে শোকবার্তা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর IPL 2025 Auction-এর আসরে রোহিত শর্মা নামলে কী হবে? ভবিষ্যদ্বাণী করলেন হরভজন সিং SCO সম্মেলনের আগে রক্তে ভিজল পাকিস্তানের মাটি, জঙ্গি হামলায় মৃত ২০ ভিড় দেখেই ‘বাচ্চা’ সাবাকে সামলাতে তৎপর হৃতিক, জানেন দুজনের বয়সের পার্থক্য কত? হিমা দাসের স্বস্তি! ডোপিং অভিযোগ থেকে মুক্ত করল NADA-র ADAP শৃঙ্খলা প্যানেল ২০ অক্টোবর মঙ্গলের কর্কটে গমন, থাকতে হবে খুব সতর্ক, সমস্যা বাড়বে এই ৪ রাশির আরজি করের CCU-তে চলছে অনিকেতের চিকিৎসা, এখন কেমন আছেন তিনি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.