বীর পাহাড়িয়া সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত স্কাই ফোর্সের সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। কেরিয়ার শুরুর আগে থেকেই চর্চায় বীর। নেপথ্য তাঁর পরিবারিক পরিচয়। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৌত্র তিনি। শুধু তাই নয়, তাঁর দাদা শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরের প্রেম এখন খুল্লমখুল্লা। প্রেম নিয়ে চর্চায় শিখরও। আরও পড়ুন-বউয়ের হাত ধরে রাজ-শুভশ্রীর বাগদেবীর আরাধনায় আদৃত! আর কারা এল? জিভে জল আনা মেনুতে কী কী ছিল?
বলিউডে গুঞ্জন বলছে, একটা সময় সারা আলি খানকে ডেট করেছেন বীর। নতুন করে জোড়া লেগেছে পুরোনো প্রেম। সুতরাং নেপোটিজমের নতুন প্রোডাক্ট হিসাবে লাগাতার ট্রোলড হতে হচ্ছে বীরকে। সেই নিয়ে মিমের ছড়াছড়ি। এবিপি এন্টারটেইনমেন্ট লাইভের সাথে একটি সাক্ষাত্কারে, অভিনেতা ট্রোলগুলির জবাব দিয়েছেন কড়া ভাষায়।
ট্রোলিং প্রসঙ্গে বীর পাহাড়িয়া
তিনি প্রিভিলেজড বা বিশেষ সুবিধাপ্রাপ্ত এই কথা অস্বীকার করার জো নেই। নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন তোলা হলে বীর বলেন,'আমি কি করতে পারি? এটা আমার সৌভাগ্য যে আমি এমন একটি পরিবারে জন্মেছি। আমার সব সময় স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। ট্রোলারদের খুশি করার জন্য এখন আমার কী করা উচিত? আমার কি আত্মহত্যা করা উচিত এবং পুনর্জন্ম নেওয়া উচিত?'
তিনি আরও বলেন, 'আমি যা করতে পারি তা হ'ল নিখুঁতভাবে, সবটা উজার করে দিয়ে কাজ করা এবং কঠোর পরিশ্রম করা যাতে সবাই মনে করে যে আমি সেই চরিত্রের যোগ্য। সবটাই আমি নেতিবাচকভাবে দেখি না। এটাও সম্ভব যে কেউ ঘৃণা ছড়াচ্ছে কারণ তারা এখনও ছবিটি দেখেনি। কিংবা হয়তো এই ছবির মাধ্যমে দর্শকের মন জয় করতে পারিনি, কিন্তু আমার পরবর্তী ছবি দিয়ে হয়তো তাদের মন জয় করতে পারি। তাই আমি যথাসাধ্য চেষ্টা করব এই ঘৃণাকে ভালোবাসায় পরিণত করতে।'
স্কাই ফোর্সের 'রং' গানে অভিনেতার নাচের স্টেপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভক্তরা তাঁকে নিয়ে হাস্যকর মিম তৈরি করেছেন। তবে বীর জানিয়েছেন এই মিম গুলোকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।
অভিনেতা জানান সাড়ে তিন দিন ধরে ওই গানের দৃশ্য়ের শ্যুটিং হয়েছে এবং ভাইরাল ক্লিপটি একদম শেষ অংশের। ওই সময় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বীর, কারণ তাঁর পা ফুলে গিয়েছিল। ১২-১৩টি টেকের পর যন্ত্রণায় ছটপটক রতে করতে গানটি শেষ করেন তিনি।
স্কাই ফোর্স সম্পর্কে
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের সারগোধা বিমানঘাঁটিতে হামলার উপর ভিত্তি করে নির্মিত একটি অ্যাকশন ড্রামা এই ছবি।অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন সারা আলি খান ও নিমরত কৌর। অভিষেক অনিল কাপুর ও সন্দীপ কেওলানি পরিচালিত ছবিটি বক্স অফিসে মোটের উপর ভালো ফল করেছে।