সদ্যই মুক্তি পেয়েছে স্কাই ফোর্স। অক্ষয় কুমার অভিনীত এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন বীর পাহাড়িয়া। আর বলাই বাহুল্য প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। নজর কেড়েছেন সবার। এবার জল্পনা রটল তাঁকে নাকি আগামীতে দেখা যাবে বিরাট কোহলির বায়োপিকে। খবরটা কি সত্যি? কী জানালেন অভিনেতা?
আরও পড়ুন: নেই বাংলাদেশ, কলকাতা বইমেলা শুরু হতেই তসলিমা কেন লিখলেন, 'এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো'
কী জানিয়েছেন বীর পাহাড়িয়া?
সম্প্রতি ফিল্মিজ্ঞানকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কি বিরাট কোহলির চরিত্রে অভিনয় করবেন অভিনেতার বায়োপিকে? এ বিষয় তিনি জানিয়েছেন, ' হ্যাঁ, অবশ্যই। আমি ভীষণ খুশি হবো এটা করতে পারলে। আপনি যেটা বলছেন সেটা তো দারুণ এক্সাইটিং ব্যাপার হবে একটা। আগামী সময়ে যদি আমায় যোগ্য মনে হয়, আমি আরও কঠিন পরিশ্রম করব। আর ওঁরা যদি ছবিটা বানান আর আমাকে যোগ্য মনে করেন আমি সেটার অংশ হতে চাই অবশ্যই।' এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বীর পাহাড়িয়া কিন্তু মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি।
বিরাট কোহলির বায়োপিকে নিয়ে কী জানা যাচ্ছে?
বিরাট কোহলির বায়োপিক বানানো প্রসঙ্গে ২০২৪ সালে কবীর খান জানিয়েছিলেন যে একটা ছবি খালি ক্রিকেটের উপর বানানো যায় নাম এটা গোটা চরিত্রের উপর বানানো হয় আর তাঁর বিরাটের চরিত্রটা দারুণ ইন্টারেস্টিং বলে মনে হয়েছে।
তাঁর কথায়, 'আমি যখনই কিছু পড়ি বা শুনি, আমার মনে হয় উনি যেভাবে ভাবে ভাবেন বা ফিটনেস মেনে চলেন সেটা বেশ ইন্টারেস্টিং। আমার কাছে সুযোগ থাকলে আমি অবশ্যই বিরাট কোহলিকে বাছব বায়োপিকের জন্য।'
আরও পড়ুন: ৮০ কোটি টপকে গেল স্কাইফোর্স! ষষ্ঠ দিনে আয় বেড়ে কত লক্ষ্মীলাভ হল অক্ষয়ের ছবির? কী হাল ইমারজেন্সির?
স্কাই ফোর্স প্রসঙ্গে
স্কাই ফোর্স ছবিটির পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেওলানি। মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর। প্রথম ছয়দিনেই ৮০ কোটির গণ্ডি টপকে গিয়েছে অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়া অভিনীত ছবিটি। ষষ্ঠ দিনের আয়ের পর বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৮০ কোটি ৯৬ লাখ টাকায়।