বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রয়াত সত্যজিতের প্রিয় অভিনেতা ভীষ্ম, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত সত্যজিতের প্রিয় অভিনেতা ভীষ্ম, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ভীষ্ম গুহঠাকুরতা। (ছবি সৌজন্যে - ফেসবুক)

প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২।

প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২। সম্প্ৰতি, করোনা আক্রান্ত হলেও ধীরে ধীরে সেই সংক্রমণ কাটিয়ে উঠেছিলেন উনি। তবে কোভিড-পরবর্তী নানা সমস্যায় ক্রমশ জর্জরিত হতে থাকেন তিনি। একে একে অঙ্গ বিকল হতে শুরু করেছিল। ভর্তি হয়েছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই এদিন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় এবং তপন সিংহের অন্যতম প্রিয় অভিনেতা ছিলেন ভীষ্ম। বিশিষ্ট অভিনেতার প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল। এরপর শিল্পীর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতিও আন্তরিক সমবেদনা জানান তিনি।

অভিনয়ের পাশাপাশি সমান তালে ভাল পিয়ানো বাজাতেন, ছবিও আঁকতেন, ক্রিকেট খেলতে ভালবাসতেন ভীষ্ম গুহঠাকুরতা। সম্পর্কে সত্যজিৎ রায় ছিলেন তাঁর মামা।সুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে গিয়েছিলেন সন্দীপ রায়।

ভীষ্ম গুহঠাকুরতা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে অন্যতম হল ‘গণশত্রু’, ‘শাখাপ্রশাখা’, ‘গুপী বাঘা ফিরে এলো’, ‘অন্তর্ধান’, ‘বৈদূর্য্য রহস্য’, ‘ফটিকচাঁদ’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘হারমোনিয়াম’, ‘বাঞ্ছারামের বাগান'। সত্যজিতের ‘গণশত্রু’, ‘শাখা-প্রশাখা’ তো বটেই, ‘আতঙ্ক’ ছবিতেও সুমন্ত মুখোপাধ্যায়ের ডান হাত হিসেবে দর্শক এবং সমালোচক মহলে প্রশংসা কুড়িয়েছিলেন।

বায়োস্কোপ খবর

Latest News

'মুখ্যমন্ত্রী হিসেবে…' মমতার উৎসবে ফেরার বক্তব্যকে সমর্থন ইশার? আচমকা মেট্রোর লাইন ধরে হাঁটা শুরু তরুণীর! ময়দান ও পার্কস্ট্রিটের মধ্যে হুলুস্থুল 'ওরা বিচার চায় না, চেয়ার চায়', বললেন মমতা, ডাক্তারদের একতা ভাঙতেও মরিয়া রাজ্য? মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তাদের বৈঠক বাতিল, তথাগত লিখলেন,‘মেরুদণ্ড সোজাই..' সর্বকালের সেরা ভারতীয় দলে জায়গা হল না দুই ১০ হাজারির! গম্ভীরকেও বাদ দিলেন চাওলা 'পুরোটাই পূর্বপরিকল্পিত', বিতর্কেও পরিচালকের ঢাল হয়ে দাঁড়িয়ে অরিন্দম সঙ্গী! ২০২১ সালে হারিয়েছিলেন বড় ছেলেকে, এবার না ফেরার দেশে ইয়েচুরি ‘উই ট্রায়েড আওয়ার বেস্ট,আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন’, বার্তা দিদির ঐন্দ্রিলার 'অত্যাচারে' নাজেহাল অঙ্কুশ! আফসোস করে কেন লিখলেন, ‘গিনিপিগ হতে…’ শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.