বলিউডে জোর খবর, চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষি সিনহা। জাহির ইকবালের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে চর্চা চারদিকে। যদিও বর বা কনেপক্ষ, কেউই এখনও এই নিয়ে খুলছেন না মুখ। এমনকী, এই প্রসঙ্গ উঠলেই তাঁরা বেজায় রেগে যাচ্ছেন। শত্রুঘ্ন তো বলেই বসেছেন, ‘যদি এবং যখন সে আমাকে এবং আমার স্ত্রীকে সবটা জানাবে তখন আমি নিঃসন্দেহে দম্পতিকে আমার আর্শীবাদ দেব। চাই মেয়ে সবসময় খুশি থাকুক।’
শত্রুঘ্ন-র দেওয়া এই সাক্ষাৎকারে পর অনেকেরই মনে হয়, বুঝি বা মেয়ের এই বিয়েতে তাঁর মত নেই। যদিও তা কতটা ঠিক তা জানা যায়নি। কিন্তু এবার সোনাক্ষির বিয়েতে উচ্ছ্বাস প্রকাশ করলেন এক বর্ষীয়ান অভিনেত্রী।
আরও পড়ুন: টলিউডে নতুন প্রেমকাব্য! সায়ন্ত অতীত, বন্ধন শুভ্রজিতের প্রেমে মাধবীলতা প্রিয়াঙ্কা
পুনম ধিলনকে বলতে শোনা যায়, ‘আমি সোনাক্ষীর জন্য শুভ কামনা করছি। তিনি একটি সুন্দর আমন্ত্রণ পাঠিয়েছেন। আমি তাকে ছোটবেলা থেকেই চিনি। আমি তার পুরো যাত্রা দেখেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন সুখে থাকে। ও খুব মিষ্টি, সকলকে ভালোবাসায় ভরিয়ে রাখে।’ পুনম এরপর হাসতে হাসতে ক্যামেরার দিকে তাকান এবং নিজের বক্তব্যে যোগ করেন, ‘কে খুশি রাখো, জহির। ও খুব ভালো মেয়ে এবং আমাদের সকলের কাছে মূল্যবান।’
আরও পড়ুন: শ্রীকৃষ্ণকে ‘অপমান’! আমির-পুত্রের ডেবিউ ছবি ‘মহারাজ’ মুক্তিতে স্থগিতাদেশ আদালতের
বৃহস্পতিবারই একটি ভিডিয়ো বার্তা ভাইরাল হয় সোনাক্ষি আর জাহিরের। যা তাঁরা বিয়েতে সকলকে আমন্ত্রণ জানাতে পাঠিয়েছেন। সেখানে দুজন নিজেদের বিয়েতে শিলমোহর দিয়ে বলছেন, তাঁরা ‘সেই মুহূর্তে পা রাখতে প্রস্তুত’ যখন তাঁরা ‘অফিসিয়ালি স্বামী-স্ত্রী’ হয়ে উঠবে।
সোনাক্ষি বলেছেন, ‘আমাদের সমস্ত টেক-স্যাভি এবং জাসুস (গোয়েন্দা) বন্ধু এবং পরিবার যারা এই পৃষ্ঠায় অবতরণ করতে পেরেছেন, হাই!’ এরপর জহির বলে ওঠেন, ‘গত সাত বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি, সমস্ত আনন্দ, ভালবাসা, হাসি এবং অনেক অ্যাডভেঞ্চার আমাদের এই বিশেষ মুহূর্তে নিয়ে এসেছে।’
আরও পড়ুন: রানিকে ‘অভদ্র’ বলে আক্রমণ কঙ্গনার হেয়ার স্টাইলিস্টের, ‘এত বদমেজাজ…’
এরপর সোনাক্ষি বলেন, ‘সেই সময় চলে এসেছে যখন আমরা আর একে অপরের চর্চিত প্রেমিক-প্রেমিকা থাকব না’। তাতে জাহির যোগ করেন, ‘অফিসিয়ালি একে-অপরের স্বামী-স্ত্রী হয়ে যাব।’ আর নোট শেষ হয়, ‘অবশেষে! এই উদযাপনটি আপনাকে ছাড়া সম্পূর্ণ হবে না। তাই আপনি ২৩ জুনের সব কাজ বাদ দিন। আর আমাদের সঙ্গে পার্টিতে যোগ দিন।’
ও হ্যাঁ, এই বিয়ের অনুষ্ঠানে ড্রেস কোডও বাতলে দিয়েছেন তাঁরা। ফরমাল বা ফেস্টিভ, যে কোনও ধরনের পোশাক চলবে। শুধু পরা যাবে না লাল। তাহলে কি লাল রং এদিন শুধু বর আর কনের জন্যে?