বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রয়াত শাহরুখ খানের ‘কিশোরী আম্মা’, বয়স হয়েছিল ৮২ বছর

প্রয়াত শাহরুখ খানের ‘কিশোরী আম্মা’, বয়স হয়েছিল ৮২ বছর

৮২ বছর বয়সে চলে গেলেন শাহরুখ খানের কিশোরি আম্মা (ফাইল ছবি)

কন্নড় ছবির জনপ্রিয় অভিনেত্রী কিশোরী বল্লাল, পাঁচ দশকেরও বেশি দীর্ঘ ফিল্মি কেরিয়ারে প্রায় ৭৫-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

চলে গেলেন শাহরুখ খানের ‘কিশোরী আম্মা’। কন্নড় ছবির জনপ্রিয় অভিনেত্রী ছিলেন কিশোরী বল্লাল, আশুতোষ গোয়ারিকরের স্বদেশ ছবিতে কিশোরী আম্মার ভূমিকায় অভিনয় করে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। মঙ্গলবার ৮২ বছর বয়সে মৃত্যু হল তাঁর। পঁচাত্তোরের বেশি ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন কিশোরী বল্লাল। পরিবারসূত্রে খবর বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি।

দক্ষিণা কন্নড় জেলায় জন্মেছিলেন এই অভিনেত্রী। পাঁচ দশকেরও বেশি দীর্ঘ তাঁর অভিনয় জীবন। ষাটের দশকে কন্নড় ছবি ইভালেন্থা হেনডাথি-র সঙ্গে অভিনয় জীবন শুরু তাঁর। 'হানি হানি','সূর্যকান্তি', 'ক্যারি অন মারাথা' এবং 'কুইক গান মুরুগন'-এর মতো চর্চিত দক্ষিণী ছবিতে অভিনয় করেছে কিশোরী বল্লাল।

স্বদেশের মোহন ভারগব(শাহরুখ খান)-এর কিশোরি আম্মার পাশাপাশি রানি মুখোপাধ্যায় অভিনীত আইয়া, দীপিকা পাড়ুকোনের লফঙ্গে পরিন্দের মতো বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। জনপ্রিয় ভরতনট্টম নৃত্যশিল্পী এন শ্রীপতি বল্লালের স্ত্রী কিশোরি বল্লাল। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই টুইটারে শ্রদ্ধাজ্ঞাপন করেন স্বদেশ পরিচালক আশুতোষ গোয়ারিকর।


টুইট বার্তায় তিনি লেখেন,'মন ভেঙে গেছে! খুব খারাপ লাগছে কিশোরি বল্লালজি-র মৃত্যুর খবর শুনে..আপনাকে আজীবন মনে রাখব আপনার মিষ্টি ব্যবহার, উষ্ণ অভ্যর্থনা এবং অসাধারণ ব্যক্তিত্বের জন্য! আর স্বদেশ ছবিতে আপনার পারফরম্যান্স অনবদ্য! আপনাকে সকলে মনে রাখবে’।

বন্ধ করুন