সত্যজিৎ রায়-এর ‘সোমনাথ’ যে অসুস্থ সে খবর মিলেছিল। সোমবার সকালে খবর এল শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। 'জন অরণ্য' ছবিতে তাঁর কাজ ভোলার মতো না। ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন দমদম ক্যান্টনমেন্টের এক হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবারই তাঁকে দেওয়া হয়েছিল ভেন্টিলেশনে। তবে সুস্থ হয়ে ঘরে ফেরা আর হল না। ৭৬-এই পরিবার ও অনুরাগীদের কাঁদিয়ে বিদায় নিলেন।
২২ অগস্ট থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। রক্তে বিষক্রিয়ার পরিমাণ বেড়েছিল, সঠিকভাবে কাজ করছিল না ফুসফুস। ছিল সেখানে গুরুতর সংক্রমণ। পরিবারের তরফে প্রদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন,'ওর পরিস্থিতি একেবারেই ভালো নয়। শনিবার তা-ও সাড়া দিচ্ছিলেন। এখন দিচ্ছেন না। ওঁর ফুসফুসের সমস্যা অনেক দিনের। কার্বন জমে যায়।' আরও পড়ুন: ‘ললিত ভাইয়ের কী হবে’, পুরনো প্রেমিক রোমনের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রোলড সুস্মিতা
শেষ প্রদীপবাবুকে দেখা গিয়েছিল ‘ড্রাকুলা স্যার’ ছবিতে। পরিচালক নির্মল চক্রবর্তীর সিনেমা ‘দত্তা’তে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। আরও পড়ুন: মিস ডিভা ইউনিভার্স হলেন কর্ণাটকের দিভিতা রাই, উত্তরসুরীকে মুকুট পরালেন হারনাজ
সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জন অরণ্য’ ছবিতে প্রদীপ মুখোপাধ্যায়ের আজও গেঁথে আছে দর্শক মনে। সোমনাথের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় আজও কেউ ভুলতে পারেনি। এছাড়াও বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে ‘দূরত্ব’ এবং পরবর্তীতে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন থেকে শুরু করে টলিউডের একদম হালফিলের পরিচালক ইন্দ্রাশিস দাশগুপ্তের সঙ্গেও কাজ করেছেন তিনি।
‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষত্তোম’, ‘হিরের আংটি’, ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি। সুজয় ঘোষের ‘কাহানি ২’তেও দেখা গিয়েছে তাঁকে।