বলিউডে মৃত্যুর খবর যেন থামছে না! এবার চলে গেলেন বর্ষীয়ান গীতিকার আনওয়ার সাগর,যাঁকে দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে অক্ষয় কুমারের খিলাড়ি ছবির কালজয়ী গান ওয়াদা রাহা সনমের গীতিকার হিসাবে। জানা গিয়েছে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন আনওয়ার সাগর। বুধবার দুপুরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তাঁর মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি,তবে জানা গিয়েছে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান গীতিকার।
আশি ও নব্বইয়ের দশকে বহু জনপ্রিয় গান লিখেছেন আনওয়ার সাগর,সেগুলির মধ্যে অন্যতম ডেবিড ধাওয়ানে ইয়ারানা, জ্যাকি শ্রফের স্বপ্নে সাজন কে, দিব্যা ভারতীর দিল কা ক্যায়া কসুর, অক্ষয় কুমারের খিলাড়ি, মেয় খিলাড়ি তু আনারি, অজয় দেবগণ অভিনীত বিজয়পথ।
বুধবার আনওয়ার সাগরের মৃত্যুর খবর জানিয়ে টুইট করে ইন্ডিয়ান পারর্মিং রাইটস সোসাইটি।
শুধু গীতিকারই নন মেয় খিলাড়ি তু আনারি ছবির টাইটেল ট্রাকটিতে প্লে-ব্যাকও করেছে আনওয়ার সাগর। ১৯৮২ সালে জখমি ইনসান ছবির সঙ্গে শুরু এই গীতিকারের রুপোলি সফর। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ফরদিন খানের ছবি কিতনে দূর কিতনে পাসই ছিল তাঁর শেষ কাজ।
এপ্রিলের শেষে বলিউড হারিয়েছে অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র ইরফান খান ও ঋষি কাপুরকে। রবিবার গভীর রাতে নক্ষত্রপতন হয় সঙ্গীতের দুনিয়াতেও। মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হন সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। গত মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান গীতিকার যোগেশ গৌরও।