বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে। দিনটা বিশেষ করে তুলতে রবিবার রাতেই হাতে হাত ধরে দেখা মিলল ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের। ডেনিম আউটফিট পরে তাঁদের একসাথে দেখা মিলল এয়ারপোর্টে।
সাদা টি, ব্ল্যাক জ্যাকেট আর ডেনিম জিন্সে দেখা মিলল ভিকি কৌশলের। আর অল ডেনিম লুকে নতুন বউ ক্যাটরিনা। একসাথে কোথায় গেলেন তাঁরা, প্রশ্ন এখন সকলের মনে। বিয়ের পর দু'জনেই ব্যস্ত হয়ে পড়েছেন শ্যুটে। তবে, যে কোনও উৎসব একসাথে উপভোগ করার সুযোগ ছাড়েন না। যেমন লোহরির সময় মধ্যপ্রেদেশে চলা শ্যুটের থেকে সময় বের করে মুম্বই ফিরতে দেখা গিয়েছিল ভিকিকে।
৯ ডিসেম্বর বিয়ে করেন ক্যাটরিনা আর ভিকি। রাজস্থানের জয়পুরের ফোর্ট বরওয়ারাতে বসে বিয়ের আসর। বিয়ের আগে সম্পর্কের ব্যাপারে কথা বলেননি কেউই। তবে বিয়ে হওয়ার পর থেকে প্রকাশ্যে ভালোবাসা জাহির করার সুযোগ ছাড়েন না তাঁরা। বিয়ের ১ মাস হোক বা বড়দিন, লোহরি হোক বা অন্য অকেশন, সবেতেই একসঙ্গে দেখা মেলে তাঁদের। আর এখন তো জুটিকে একসাথে দেখতে পেলেই আনন্দে পাগল হয়ে যায় ভক্তরা।
ভিকি-ক্যাটরিনার এই ভিডিয়োতেও চোখে পড়ল প্রশংসা মাখানো মন্তব্য। তাঁদের মতে এই জুটি খুব সহজ-স্বাভাবিক থাকে সবসময়। ঠিক সাধারণ মানুষের মতো। আর এই সারল্যের কারণেই তাঁদের এত ভালো লাগে। কারও কারও মতে, দীপিকা-রণবীরের মতো এয়ারপোর্ট পৌঁছে দেখনদারি করে না ভিক্যাট জুটি। তাই তো বলিউডের ‘পাওয়ার কাপল’, ‘কিউট কাপল’, ‘বেস্ট কাপল’ এখন ভিকি আর ক্যাটই!