বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky Kaushal-Sara Ali Khan: জুটি বাঁধছেন ভিকি-সারা, মুক্তি পেল জারা হাটকে জারা বাচকের ফার্স্ট লুক, কবে আসছে ট্রেলার

Vicky Kaushal-Sara Ali Khan: জুটি বাঁধছেন ভিকি-সারা, মুক্তি পেল জারা হাটকে জারা বাচকের ফার্স্ট লুক, কবে আসছে ট্রেলার

মুক্তি পেল জারা হাটকে জারা বাচকের ফার্স্ট লুক

Vicky Kaushal-Sara Ali Khan: বড়পর্দায় জুটি বাঁধছেন সারা আলি খান এবং ভিকি কৌশল। এতদিন এই ছবির নাম জানা যায়নি। অবশেষে ভিকির জন্মদিনের আগেই প্রকাশ্যে এল এটির নাম, জারা হাটকে জারা বাচকে। আগামী ২ জুন মুক্তি পাবে এই ছবি।

একসঙ্গে জুটি বেঁধে আসছেন সারা আলি খান এবং ভিকি কৌশল। যদি এই খবর বহুদিন আগেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু জানা যায়নি এই ছবির নাম। অবশেষে ভিকির জন্মদিনের আগেই প্রকাশ্যে এল এই ছবির নাম। নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হয় ভিকি সারার ছবির নাম, জারা হাটকে জারা বাচকে। যদিও মাঝে শোনা যাচ্ছিল এই ছবির নাম নাকি লুকা ছুপি হতে পারে, যদিও দেখা গেল সেটা ভুল।

জারা হাটকে জারা বাচকে ছবিটি আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এই ছবির ফার্স্ট লুক। জানা গিয়েছে এই ছবির ট্রেলার কবে মুক্তি পাবে।

রবিবার, ১৪ মে ভিকি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই দেখা যায় তাঁদের এই আগামী ছবির একাধিক পোস্টার। এই ভিডিয়ো শেয়ার করে ভিকি লেখেন, 'রোম্যান্টিক নাকি নাটকীয়? কেমন হবে আমাদের এই ছবির গল্প? কী মনে করছেন আপনারা? আগামীকাল মুক্তি পাবে আমাদের ছবি জারা হাটকে জারা বাচকের ট্রেলার। আগামী ২ জুন মুক্তি পাবে এই ছবি।' অভিনেতার পোস্ট করা ভিডিয়োতে এই ছবির একটি গানের এক টুকরো ঝলক মেলে।

ভিকি কৌশল যে ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে সেটা দেখে অনুমান করা হচ্ছে এটা রোম্যান্টিক ঘরানার ছবিই হতে চলেছে। ১৫ মে মুক্তি পাবে এই ছবির ট্রেলার। আর আগামী ২ জুন মুক্তি পাবে ছবিটি। ভিকির এই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ভেসে গিয়েছে তাঁর ভক্তরা। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের এই নতুন কাজের জন্য।

সারা আলি খানকে শেষবার গ্যাসলাইট ছবিতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে সেখানে চিত্রাঙ্গদা এবং বিক্রান্ত মাসেকে দেখা গিয়েছিল। তবে এই ছবি বড়পর্দায় নয়, ওয়েব মাধ্যমে মুক্তি পেয়েছিল। ডিজনি প্লাস হটস্টারে এসেছিল এই ছবি। আগামীতে অভিনেত্রীকে মার্ডার মুবারক ছবিতে দেখা যাবে। সঙ্গে আছে অ্যায় মেরে ওয়াতেন কে লোগো ছবিটিও।

ভিকি কৌশলকে আগামীতে স্যাম বাহাদুর ছবিতে দেখা যেতে চলেছে। মেঘনা গুলজারের এই ছবিতে তিনি স্যাম মানেকশর চরিত্রে অভিনয় করবেন।

বন্ধ করুন