মা হতে চলেছেন ক্যাটরিনা, দিন কয়েক আগে এমন গুঞ্জনে ছেয়ে গিয়েছিল নেটপাড়া। তবে জল্পনায় জল ঢেলে ক্যাটরিনার প্রতিনিধি জানান এই খবর ভুয়ো। কিন্তু মে মাসের মাঝামাঝি লন্ডন থেকে ভাইরাল হয় নায়িকার নতুন ভিডিয়ো, যা ফের উস্কে দেয় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার চর্চা। অথচ নায়িকা দেশে ফিরতেই ভুল ভাঙে। দেখা যায় ক্যাটের চর্চিত ‘বেবি বাম্প’ গায়েব। আরও পড়ুন-৪০-এ এসে অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? বরের জন্মদিনে জল্পনা উস্কে দিলেন ভিকি ঘরণী
এবার ক্যাটরিনার মা হওয়ার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ভিকি। শুক্রবার উপলক্ষ্য ছিল নায়কের আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর ট্রেলার লঞ্চ। তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সাথে এই রোমান্টিক কমেডিতে দেখা যাবে ক্যাটরিনার বেটার হাফকে। লঞ্চ অনুষ্ঠানে ভিকির কাছে জানতে চাওয়া হয়, বাস্তব জীবনে কবে ‘সুখবর’ আসছে?
অনুষ্ঠানে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবের কথা উল্লেখ করে ভিকিকে জিজ্ঞাসা করা হয় যে দর্শকরা কখন বাস্তব জীবনে তাঁর বাবা হওয়ার সুখবর শুনতে পাবেন? উত্তরে ‘জোশ’ নিয়েই উরির নায়ক বলেন, ‘এখনকার মতো খারাপ খবরটাই (ব্যাড নিউজ) উপভোগ করুন, সেটা নিয়ে আমরা হাজির হচ্ছি। যখন ওটার (সুসংবাদ) সময় আসবে, আমরা সেই খবর লুকিয়ে রাখব না’। চুপি চুপি প্রেম, তারপর হঠাৎই একদিন ঝুপ করে বিয়েটা করে নেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। সেটা ছিল ২০২১-এর ডিসেম্বর মাস।
ব্যাড নিউজের ট্রেলারে ক্যাটের উপস্থিতি
প্রসঙ্গত, 'ব্যাড নিউজ'-এর ট্রেলারে ক্যাটরিনার কাইফের রেফারেন্স রয়েছে। যা দেখে বেজায় খুশি ভিক্যাট ভক্তরা। বাস্তবে এখনও স্ক্রিন শেয়ার করেননি তাঁরা, তবে এবার বড়পর্দায় ক্যাটরিনার পোস্টার আগলাতে দেখা যাবে স্বামীকে। ছবির একটি দৃশ্যে ভিকি তাঁর হবু সন্তানের মা, তৃপ্তির বাচ্চা যাতে ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফের মতো সুন্দর হয় তার জন্য দেওয়ালে পোস্টার ঝুলিয়ে রাখে। অথচ তাতে আপত্তি তৃপ্তির গর্ভে বেড়ে ওঠা সন্তানের অপর বাবা অ্যামির। ক্যাটের পোস্টার খুলতে গেলেই রুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় ভিকি। এই দৃশ্য যে ফ্যানেরা দারুণ এনজয় করেছে তা বলার অপেক্ষা রাখে না।
ভিকি জানিয়েছেন যে ট্রেলারটি লঞ্চের সময় পর্যন্ত তাঁর স্ত্রী দেখেননি। তবে ক্যাটরিনা যে এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে তার ইঙ্গিত দিয়ে বউকে রীতিমতো বিভ্রান্ত করে তুলেছেন তিনি।
ভিকি এবং ক্যাটরিনার আসন্ন প্রোজেক্ট
লক্ষ্মণ উতেকারের ছাভাতে রশ্মিকা মান্দান্নার সাথে জুটিতে দেখা যাবে ভিকিকে। এই ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক। ছবিতে রশ্মিকা তাঁর স্ত্রী ইয়েসুবাই ভোঁসলের ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস প্রযোজনা করছে এবং ২০২৪ সালের ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ক্যাটরিনাকে সর্বশেষ বিজয় সেতুপতির বিপরীতে শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস ছবিতে দেখা গিয়েছিল। ছবিটির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান এবং তিনু আনন্দ। তামিল সংস্করণে রাধিকা শরৎকুমার, শানমুগারাজা, কেভিন জে বাবু এবং রাজেশ উইলিয়ামস একই চরিত্রে অভিনয় করেছিলেন। আপতত ক্যাটের হাতে নতুন কোনও প্রোজেক্ট নেই, দীর্ঘসময় ধরে ঝুলে থাকা জি লে জারা বাদে কোনও ছবিই স্বাক্ষর করেননি তিনি।