আগামী ১৪ ফেব্রুয়ারি দেশ জুড়ে মুক্তি পাবে ভিকি কৌশল অভিনীত ছাবা। শিবাজীর জ্যেষ্ঠ পুত্র সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা। শিবাজীর মৃত্যুর পরে মুঘলরা যখন মারাঠা সাম্রাজ্য দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, ঠিক তখনই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সম্ভাজি মহারাজ, যে চরিত্রে অভিনয় করবেন ভিকি।
ভিকির বিপরীতে এই সিনেমায় অভিনয় করবেন রশ্মিকা মন্দানা। ভিকি এবং রশ্মিকা এই প্রথম বড় পর্দায় একসঙ্গে অভিনয় করবেন। সম্ভাজি মহারাজের স্ত্রী ইয়েসুবাই ভোঁসলের চরিত্রে অভিনয় করবেন এই দক্ষিণী অভিনেত্রী। ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় খান্না। ছবিতে আশুতোষ রানা এবং দিব্যা দত্ত অভিনয় করবেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
আরও পড়ুন: ‘সোশ্যাল মিডিয়া হল মনের ডাস্টবিন..’, কেন এমন বললেন ভাইজান?
আরও পড়ুন: মায়ের সঙ্গে মহাকুম্ভে বিজয় দেবেরাকোন্ডার, পুণ্যস্নান সারলেন ত্রিবেণী সঙ্গমে
সিনেমাটি যেহেতু একজন সাহসী মহারাজার চরিত্র ঘিরে তৈরি করা হয়েছে, তাই স্বাভাবিকভাবেই ভিকি একেবারে অন্য লুকে ধরা দেবেন সকলের সামনে। সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করার জন্য ঠিক কোন কোন বিষয়ে পরিশ্রম করতে হয়েছিল অভিনেতাকে, সেটাই ছোট ছোট দৃশ্যের মাধ্যমে সকলের সামনে তুলে ধরলেন ভিকি।
ছবিটি পোস্ট করে ভিকি লিখেছেন, ‘গুড ওল্ড, ছাবা প্রেপ ডেস! সবার সঙ্গে দেখা হবে ১৪ ফেব্রুয়ারি।’ সিনেমা মুক্তির ঠিক আগের মুহূর্তে পিছনে ফেলে আসা কিছু মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করলেন ভিকি। ভিকির শেয়ার করা ছবি এবং ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে, সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করতে ঠিক কতটা পরিশ্রম করেছিলেন তিনি।
ভিকির পোস্ট করার ছবির প্রথম ছবিতে ভিকিকে জিমে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তৃতীয় ছবি দেখলেই বুঝতে পারবেন প্রথম এবং দ্বিতীয় ছবিটির মানে কি। সম্ভাজি চরিত্রে অভিনয় করার জন্য প্রায় ১০০ কেজি ওজন বাড়াতে হয়েছে অভিনেতাকে, তাই সর্বক্ষণ জিমেই সময় কাটাতে হয়েছিল অভিনেতাকে।
তবে শুধু ওজন বাড়ানো নয়, আরও কিছু এমন জিনিস তাঁকে শিখতে হয়েছিল, যেগুলি এই চরিত্রের জন্য ছিল একেবারেই অনস্বীকার্য। লাঠি চালানো থেকে শুরু করে ঘোড়ায় চড়া, সাবলীলভাবে শিখতে হয়েছে সবটাই। শুধু তাই নয়, চরিত্রের খাতিরে করতে হয়েছে কানে ফুটো। একটি চরিত্রে অভিনয় করা যে কতখানি কঠিন, তা এই ছোট ছোট মুহূর্তগুলো দেখলেই প্রমাণ হয়ে যায়।
ভিকির এই ছবি ও ভিডিয়ো দেখে অভিনেতার প্রেমে পড়ে গেছেন সদ্য যুবতী থেকে গর্ভবতী মহিলা সকলেই। একজন লিখেছেন, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি কাজের প্রতি কতটা নিমজ্জিত। কতটা পরিশ্রম করেন আপনি। একজন লিখেছেন, আমি এখন গর্ভবতী। বাইরে বেরোনো বারণ কিন্তু তাও চেষ্টা করব সিনেমাটি দেখতে যাওয়ার।
আরও পড়ুন: বিনা অনুমতিতেই রাস্তার পাশে গিটার বাজিয়ে গান! এড শিরানকে না চিনেই কী ঘটাল চেন্নাই পুলিশ?
প্রসঙ্গত, সিনেমার প্রচারের সময় ১২ ফেব্রুয়ারি আচমকাই জিমে ওয়ার্ক আউট করতে গিয়ে পায়ে চোট পান রশ্মিকা। চোট লাগা অবস্থাতেই কোনওরকমে হুইলচেয়ারে বসে প্রচারের অনুষ্ঠনে গিয়েছেন তিনি। তবে এই গোটা সময়ে সব সময় অভিনেত্রীকে সঙ্গ দিয়েছেন ভিকি। সহকর্মীর প্রতি ভিকির এই উদারতা দেখে ক্যাটরিনাকে সৌভাগ্যবতী বলে অভিহিত করেছেন নেট দুনিয়ার বাসিন্দারা।