বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky Kaushal-Shahrukh: নায়িকা ক্যাটরিনা, নায়ক শাহরুখের বন্ধুর চরিত্রে অডিশন দেন ভিকি, ‘রিজেক্ট’ হতে হয়

Vicky Kaushal-Shahrukh: নায়িকা ক্যাটরিনা, নায়ক শাহরুখের বন্ধুর চরিত্রে অডিশন দেন ভিকি, ‘রিজেক্ট’ হতে হয়

ভিকি-ক্যাটরিনা-শাহরুখ

শাহরুখের 'যব তক হ্য়ায় জান' ছবিতে তাঁর বন্ধু জেইন মির্জার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা শরিব হাশমি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, শরিব প্রকাশ করেছেন যে ভিকি কৌশল নাকি শাহরুখের বন্ধু 'জেইন মির্জা' চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। তবে নির্মাতাদের ভিকিকে বাতিল করে দেন।

শাহরুখের অনুরাগীর সংখ্যা এই দুনিয়ায় নেহাত কম নেই। এমনকি ভিকি কৌশলও কিং খানের ‘ডাই হার্ট ফ্যান’। ছোট থেকেই শাহরুখের অনুরাগী ভিকি। একথা বহুবার একাধিক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন ভিকি। তাই শাহরুখের প্রতি ভিকির ভালোবাসার কথা অনেকেরই জানা। তবে অনেকেই হয়ত জানেন না ভিকি নাকি কিং খানে 'যব তক হ্যায় জান'-এর জন্য শাহরুখের বন্ধুর ভূমিকায় অডিশন দিতে গিয়েছিলেন। 

'যব তক হ্যায় জান'-এ শাহরুখ খান মেজর সমর আনন্দের ভূমিকায় অভিনয় করেন। ওই এই ছবিতে শাহরুখের বন্ধু জেইন মির্জার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা শরিব হাশমি। সাম্প্রতিক এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, শরিব প্রকাশ করেছেন যে ভিকি কৌশল নাকি শাহরুখের বন্ধু 'জেইন মির্জা' চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। তবে নির্মাতাদের ভিকিকে ওই চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়নি, যে কারণে তাঁকে বাতিল করা হয়েছিল। প্রসঙ্গত, এই ছবিতেই আবার শাহরুখের নায়িকার ছিলেন ক্যাটরিনা।তবে তখনও ক্যাটরিনার সঙ্গে ভিকির সম্পর্কের শুরু হয়নি।

এদিকে আবার ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিতে নিরাপত্তারক্ষীর ভূমিকায় দেখা গিয়েছে শরিব হাশমি। হয়েছিলেন শরিব হাসমি। 

আরও পড়ুন-লন্ডনে জিতুকে নিয়ে কাড়াকাড়ি! ঋতাভরী নাকি পায়েল! কে হচ্ছেন 'আপনজন’?

'জারা হাতকে জারা বাঁচকে' ছবিতে একসঙ্গে কাজ করেছেন ভিকি কৌশল ও শারিব। ছবিটিতে ভিকি প্রধান চরিত্রে রয়েছেন, আর শারিব একজন নিরাপত্তা প্রহরীর ভূমিকায় অভিনয় করছেন। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে শরিব বলেন- 'যখন আমাকে ইন্সপেক্টরের ভূমিকার প্রস্তাব দেওয়া হয় তখন আমি প্রথমে কিছুটা দ্বিধায় ছিলাম।আমার চরিত্রটি পরিচিত হওয়ায় আমি এই চরিত্রটি নিয়ে কিছুটা শঙ্কিত ছিলাম।' 

'জারা হাতকে জারা বাঁচকে' ছবিতে ভিকি কৌশল ও সারা আলি খান ছাড়াও  অভিনয় করেছেন শরীব হাশমি, সুস্মিতা মুখোপাধ্যায়, নীরজ সুদ, রাকেশ বেদী।  এখানে রাকেশ বেদীর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল।

ভিকি কৌশল ২০১৫ সালে ‘মাসান’ দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। পরে অনুরাগ কাশ্যপের সাইকোলজিক্যাল থ্রিলার ‘রামন রাঘব ২.০’-এ কাজ করেন ভিকি। এছাড়া রাজি, মনমর্জিয়া, সঞ্জু-র মতো ছবিতে অভিনয় করেন। তবে উড়ি: দ্যা সার্জিকাল স্ট্রাইক ছবিতে কাজ করেই জনপ্রিয়তা পান ভিকি। ২০২১-এ সর্দার উধম সিং-এর ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। খুব শীঘ্রই মেঘনা গুলজারের ছবি 'শ্যাম বাহাদুর'-এ দেখা যাবে ভিকিকে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.