ক্যাটরিনাকে ছেড়ে আপাতত রশ্মিকার যত্ন নিচ্ছেন ভিকি কৌশল! ছবির কোনও অনুষ্ঠানে যাতে রশ্মিকার অসুবিধা না হয়, সেটা সবসময় খেয়াল রাখছেন ভিকি। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর ‘ছাবা’র গান রিলিশ অনুষ্ঠানেও জখম রশ্মিকার যত্ন নিলেন ভিকি কৌশল।
৩১ জানুয়ারি হায়দরাবাদে আয়োজিত হয় 'ছাবা'র গান 'জানে তু'-র প্রকাশ অনুষ্ঠান। আর তাই এবার রশ্মিকার শহর হায়দরাবাদে উড়ে গিয়েছিলেন ভিকি। এদিকে পায়ে চোট পাওয়ার পর রশ্মিকা এই মুহূর্তে এক্কেবারেই হাঁটতে পারছেন না। অগত্যা হুইল চেয়ারই তাই ভরসা। তাই হায়দরাবাদের গান রিলিশ অনুষ্ঠানেও তিনি হাজির হলেন হুইল চেয়ারে বসে। আর সেই হুইল চেয়ার ঠেলে নিয়ে এলেন তাঁর পর্দার স্বামী। শুধু তাই নয় মঞ্চে ওঠার পর হুইল চেয়ারে বসা রশ্মিকার জন্য তাঁর পাশে হাঁটু মুড়ে বসে পোজ দিলেন ভিকি। এদিন নিজের পরিস্থিতির জন্য একটু লাজুকই দেখাল রশ্মিকাকে। এদিকে ভিকির এই নমনীয় মনোভাবে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
এদিক ভিকি পরেছিলেন বেগুনি কুর্তা ও পায়জামা। আর রশ্মিকার পরনে ছিলেন গোলাপী-কমলা ও হলুদের মিশ্রনে একটি উজ্জ্বল সালোয়ার কামিজ। এদিকে এর আগে মুম্বইয়ে 'ছাবা'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও রশ্মিকাকে ধরে ধরে মঞ্চে তোলেন ভিকি। রশ্মিকা তখন ভিকির হাত ধরে খোঁড়াতে খোঁড়াতে সেখানে হাজির হয়েছিলেন।
এদিকে লক্ষ্মণ উতেকার পরিচালিত ভিকি ও রশ্মিকার এই পিরিয়ড ড্রামা 'ছাবা' ইতিমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ছবির ট্রেলারে পর্দার ছত্রপতি সম্ভাজি মহারাজ’ ওরফে ভিকিকে লেজিম-এর তালে নাচতে দেখা গিয়েছিল। আর তাতেই আপত্তি তুলেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ থেকে শুরু করে মন্ত্রী উদয় সামন্ত সহ আরও অনেকেই। ইতিমধ্যেই ছবি থেকে বাদ পড়েছে সেই নাচ।
এদিকে শুক্রবার মুক্তি পাওয়া ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানার ছবির ‘জানে তু’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং। যে গানের কথা ও সুর শ্রোতাদের মন ছুঁয়ে যায় বৈকি। যে গানে মারাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজ ও তাঁর স্ত্রী মহারানি ইয়েসুবাঈ-এর রসায়নকে তুলে ধরা হয়েছে। গানটি সমসাময়িক এবং সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত।
ইতিমধ্যেই এই গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এই ছবিতে রশ্মিকা ও ভিকি ছাড়াও !ওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। 'ছাবা' মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।