ভিকি কৌশল বিয়ার গ্রিলসের সঙ্গে তাঁর বিখ্যাত শো ইনটু দ্যা ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস এর একটি পর্বে ছিলেন। এই অ্যাডভেঞ্চার রিয়েলিটি শোয়ের সেই পর্ব এবার আসতে চলেছে টিভিতে। ডিসকভারি চ্যানেল ইন্ডিয়ার তরফে এই পর্বের প্রোমো ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। আর সেই প্রোমো ভিডিওতেই দেখা যায় ২০২১ সালে ভিকি কীভাবে সমুদ্রে জলজ প্রাণী এবং জীবদের সঙ্গে এক দারুন অ্যাডভেঞ্চারময় সময় কাটাচ্ছেন। ভিকি ডিসকভারি চ্যানেলের এই ভিডিওটিকে শেয়ার করেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেন ভিডিওটি। লেখেন, 'মনে রাখার মতো একটি অভিজ্ঞতা।'
বিয়ার গ্রিলসের এই শোতে গিয়ে ভিকি জানিয়েছিলেন তাঁর গভীর সমুদ্রের বিষয় ভীষণ ভয় রয়েছে। কিন্তু প্রোমো ভিডিওতে দেখা যায়, সমুদ্রের নিচে অভিনেতা সাঁতার কাটছেন। বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব, যেমন তিমি, হাঙর, মাছেদের চিনছেন। জীবনকে যেন নতুন করে উপভোগ করছেন। তাঁর সঙ্গে বিয়ার গ্রিলস ছিলেন এই অভিযানে। তাঁর এই অভিজ্ঞতার বিষয় অভিনেতা জানান, 'স্বপ্নেও কখনও ভাবিনি যে আমি এটা করব।'
ডিসকভারি চ্যানেল যে ভিডিওটি পোস্ট করেছে, সেখানে তারা ক্যাপশনে লিখেছে, 'আমাদের দেশের হার্টথ্রব এক অভিযানে গিয়েছিলেন বিয়ার গ্রিলসের সঙ্গে। ইনটু দ্যা ওয়াইল্ড দেখুন বিয়ার গ্রিলস এবং ভিকি কৌশলের সঙ্গে। এই পর্বটি আগামী সোমবার, ২১ নভেম্বর রাত ৮টায় সম্প্রচারিত হবে ডিসকভারি চ্যানেল ইন্ডিয়ায়। এই ভিডিওতে এক ব্যক্তি উচ্ছ্বসিত হয়ে কমেন্ট করেন, 'কী মজা, দারুন উত্তেজিত পর্বটি দেখার জন্য।' আরেকজন লেখেন, 'অতুলনীয় কাজ।'
ভিকি কৌশল ডিসকভারি চ্যানেল ইন্ডিয়ার ভিডিওটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করে লেখেন, 'মনে রাখার মতো একটি অভিজ্ঞতা। চিয়ার্স বিয়ার গ্রিলস।' তাঁর এই পর্ব ২১ নভেম্বর দেখা যাবে টিভিতে।
আগামীতে ভিকি কৌশলের হাতে একাধিক ছবি, প্রজেক্টের কাজ রয়েছে, এছাড়া তার বেশ কিছু ছবিও মুক্তি পেতে চলেছে। সারা আলি খানের সঙ্গে তাঁকে লক্ষণ উতেকরের ছবিতে দেখা যাবে। এছাড়া গোবিন্দ নাম মেরা ছবিতেও অভিনয় করছেন ভিকি। তাঁর বিপরীতে দেখা যাবে ভূমি পেডনেকরকে।