বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky Kaushal on Sam Bahadur: ‘অনেক কিছু শিখেছি’, শ্যুটিং সম্পন্ন, সেট থেকে কী লিখলেন ‘স্যাম বাহাদুর’ ভিকি?

Vicky Kaushal on Sam Bahadur: ‘অনেক কিছু শিখেছি’, শ্যুটিং সম্পন্ন, সেট থেকে কী লিখলেন ‘স্যাম বাহাদুর’ ভিকি?

শ্যুটিং শেষে ‘স্যাম বাহাদুর’ ভিকির আবেগঘন পোস্ট

Vicky Kaushal on Sam Bahadur: অভিনেতা ভিকি কৌশল জানালেন মেঘনা গুলজারের স্যাম বাহাদুরের শ্যুটিং সদ্য শেষ হল। তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁকে এই ছবির অংশ বানানোর জন্য।

১৪ মার্চ, মঙ্গলবার অভিনেতা ভিকি কৌশল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করে জানালেন তিনি মেঘনা গুলজারের আগামী ছবি স্যাম বাহাদুরের শ্যুটিং শেষ করলেন। শেষ হল এই ছবির শ্যুটিং। এই ছবিটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। পরিচালকের সঙ্গে এদিন অভিনেতা একটি ছবি শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রামে। লেখেন তিনি অত্যন্ত ধন্য মনে করছেন নিজেকে এমন একটি ছবির অংশ হতে পেরে।

ইনস্টাগ্রামে অভিনেতা লেখেন, 'কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা এবং কেবলই কৃতজ্ঞতা। এই ছবির, এই দলের অংশ হতে পেরে, এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করতে পেরে আমি কৃতজ্ঞ। আমি অনেক কিছু শিখেছি, অনেক ভালো করে বাঁচতে শিখেছি। এবার সেটাই আপনাদের জন্য আনতে চলেছি। মেঘনা, রনি সহ আমার প্রতিটি দুর্দান্ত সহ অভিনেতাদের, টিমকে ধন্যবাদ।' তিনি এই পোস্টে মানেকশ ফ্যামিলি, ভারতীয় আর্মি, এফ এম স্যাম এইচ এফ যে মানেকশ সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে লেখেন, 'স্যাম বাহাদুরের শ্যুটিং শেষ হল। আপনাদের সবার সঙ্গে আগামী ১ ডিসেম্বর বড়পর্দায় দেখা হচ্ছে।'

এই পোস্টের সঙ্গে ভিকি তাঁর নিজের এবং মেঘনার একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাঁকে একটি জিপের উপর ইউনিফর্ম পরে বসে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে মেঘনা তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই ছবিতে অভিনেতাকে ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে দেখা যাবে।

অভিনেতার বাবা, তথা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল ছেলের এই পোস্টে লেখেন, 'ইশ্বর যেন আশীর্বাদ করেন ছবিটিকে। ছবিটি এবং দলের চেষ্টা যেন সফল হয়। বাবু, অনেক ভালোবাসা। গর্বিত তোমার জন্য।' তাঁর এই পোস্টে অভিনেতা সত্যদীপ দুবেও তাঁর মতামত জানান। লেখেন, 'দারুণ ভাই।' পরিচালক শ্লোক শর্মাও তাঁর পোস্টে কমেন্ট করেছেন।

এটাই ভিকি আর মেঘনার প্রথম কাজ নয়। তাঁরা এর আগে একসঙ্গে রাজি ছবিতে কাজ করেছিলেন। সেখানে আলিয়া ভাটকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। এদিকে স্যাম বাহাদুর ছবিতে ভিকি ছাড়াও দেখা যাবে সানিয়া মালহোত্রা, ফতিমা সানা শেখকে। সানিয়া হবেন স্যামের স্ত্রী সিল্লো এবং ফতিমাকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে।

এই ছবিতে উঠে আসবে ভারতীয় আর্মি যে চার দশক ধরে টানা একধিক যুদ্ধ লড়েছিল তাতে স্যামের ভূমিকা কী ছিল। তিনি প্রথমে একজন সাধারণ আর্মি অফিসার ছিলেন সেখান থেকে তিনি কীভাবে ফিল্ড মার্শাল পদে এলেন, কীভাবে তাঁর নেতৃত্বে ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধে সফলতা এসেছিল এবং বাংলাদেশ তৈরি হয়েছিল সেই কাহিনি দেখা যাবে।

বন্ধ করুন