দর্শকদের উত্তেজনার পারদ এক লহমায় আরও চড়েছিল যখন জানা গেছিল উরি' খ্যাত পরিচালক আদিত্য ধরের পরবর্তী ছবি 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা'. ঘোষণা হয়েছিল ছবির নামভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে।'মহাভারত'-এর এই চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য রীতিমতো প্রশিক্ষক রেখে মার্শাল আর্ট শেখার পাশাপাশি একাধিক 'হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট' এর অনুশীলন নিজের প্রতিদিনের রুটিনে সংযোজন করে নিতে আর দেরি করেননি এই বলি-তারকা।
শোনা যাচ্ছে, চলতি মাসের তৃতীয় কিংবা শেষ দিকেই বিদেশী লোকেশনে এই ছবির শুটিং সারার জন্যে উড়ে যাবেন ভিকি। তাই ' অশ্বত্থামা' হয়ে উঠতে হাতে এখনও পড়ে থাকা সময়টুকু দারুণভাবে কাজে লাগাচ্ছেন এই জনপ্রিয় বলি-তারকা। পর্দায় ওরকম এক দোর্দণ্ডপ্রতাপ, নির্ভিক পৌরাণিক যোদ্ধার চরিত্র আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য নিজের লুক নিয়েযারপরনাই সতর্ক হয়েছেন ভিকি। প্রতিদিন নিয়ম করে ঘাম ঝরাচ্ছেন জিমে গিয়ে। চেহারাকে ফিট করার পাশাপাশি আয়তনেও বেশ চওড়া করছেন ভিকি। সদ্য ইনস্টাগ্রামে নিজের জিম সেশনের একটি ছবি পোস্ট করেছেন এই 'উরি' নায়ক।
ওই ছবিতে দেখা যাচ্ছে বাইসেপের সাইজ বাড়ানোর জন্য এক মনে প্রিচার কার্ল করে চলেছেন এই বলি-নায়ক। তাঁর মুখের ভাবভঙ্গি থেকেই দৃশ্যত পরিষ্কার জিমে নিজের একশো শতাংশ ইচ্ছে, ক্ষমতা, শক্তি উজাড় করে দিচ্ছেন তিনি। বস্তুত, 'অশ্বত্থামা' হয়ে ওঠার জন্য তাক লাগানো সুঠাম চেহারা পেতেই ভিকির এতো প্রস্তুতি। ছবির ক্যাপশনে অভিনেতা জুড়েছেন 'ওয়ার্ক ইন প্রগ্রেস।'বলাই বাহুল্য বলি-নায়কের এই পোস্টে ইতিমধ্যেই এসে জমা হয়েছে নানা প্রশংসা। ভিকি-প্রেমীদের মধ্যেও যথেষ্ট ভাইরাল হযেছে তাঁদের প্রিয় নায়কের এই ছবি। এক সাক্ষাৎকারে 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা' ছবির নির্দেশক আদিত্য ধর দাবি করেছিলেন এই ছবিতে ভিকির লুক দেখলে আক্ষরিক অর্থেই চমকে উঠবে দর্শকের দল।