বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky Kaushal: পঞ্জাবি মুণ্ডা ভিকি কৌশলের চিট মিলে কী থাকে জানেন, মেনুতে রয়েছে বড় চমক

Vicky Kaushal: পঞ্জাবি মুণ্ডা ভিকি কৌশলের চিট মিলে কী থাকে জানেন, মেনুতে রয়েছে বড় চমক

ভিকি কৌশল। (ছবি সৌজন্যে - টুইটার)

হাতে পরপর কাজ। ফলে ভীষণ ব্যস্ত ভিকি কৌশল। তাই তো একটু রিল্যাক্স মোডে আসতে দিলেন ডায়েটে ফাঁকি। কী কী খেলেন ক্যাটরিনার বর?

ডায়েট ফাঁকি দেওয়ার সুযোগ পেলে তা নিয়ে একটু দেখনদারি তো করতেই হয়! ভিকি কৌশলও তেমনটাই করলেন। জমিয়ে দিলেন ডায়েটে ফাঁকি। আর তারপর সেই বিশেষ খাবারের ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

২০১৫ সালে ‘মাসান’ দিয়ে কেরিয়ার শুরু হয় ভিকি কৌশলের। এরপর রাজি, উড়ি, সর্দার উধমের মতো একগুচ্ছ ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। উড়ির জন্য জাতীয় পুরস্কারও পান। আপাতত ব্যস্ত ‘গোবিন্দা নাম মেরা’ নিয়ে, যেখানে কমেডি মুডে প্রথমবার দেখা মিলবে তাঁর। সঙ্গে থাকছেন কিয়ারা আডবানি, ভূমি পেডনেকর।

সম্প্রতি ইনস্টা-স্টোরিতে নিজের চিট মিলের ছবি দিলেন ভিকি। যা দেখলে যে কারও জিভে জল আসবে। পঞ্জাবের মুণ্ডার প্লেটে মুম্বইয়ের বিখ্যাত খাবার পাওভাজি। প্রোমোশন, স্ক্রিনিং, অ্যাওয়ার্ড শো-র মতো ব্যস্ত দিনের শেষে একটু চটপটা খাবার খাওয়ার ইচ্ছে হয় বৈকি। পাওভাজির ছবি শেয়ার করে ভিকি লিখলেন, ‘প্রোমোশন, স্ক্রিনিং, অ্যাওয়ার্ড শো-র পর পাওভাজি অমর জ্যুস সেন্টার থেকে… ও হো হো… কেয়া বাত হ্যায়!!!’

<p>ভিকির ইনস্টা স্টোরি। </p>

ভিকির ইনস্টা স্টোরি। 

কাজের সূত্রে গোবিন্দা নাম মেরার পর আসছে ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’। ভারত-পাক যুদ্ধের নায়ক স্যাম মানেকশ-র বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে ভিকি। ইতিমধ্যেই সামনে এসেছে টিজার। যাতে অভিনেতার এক ঝলক সামনে এসেছে। মুখ নয়, হাঁটতে দেখা গিয়েছে মানকেশ থুরি ভিকিকে। ২০২৩ সালের ১ ডিসেম্বর এই ছবির মুক্তি পাওয়ার কথা।

১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন মানেকশ। তাঁর নেতৃত্বেই একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে হারিয়েছিল ভারত, তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ। সহকর্মীদের কাছে স্য়াম মানেকশ পরিচিত ছিলেন স্যাম বাহাদুর নামে। ২০১৯ সালে এই বায়োপিকের ঘোষণা সেরেছিলেন মেঘনা গুলজার। ইতিমধ্যেই ব্যারাকপুর-সহ বাংলার বেশ কিছু জায়গায় হয়ে গিয়েছে ছবির শ্যুট।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.