ভিকি কৌশলকে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করতে দেখা যায়। সেখানে তিনি সদ্য মুক্তি পাওয়া তাজ: ডিভাইডেড বাই ব্লাড সিরিজের ভীষণ প্রশংসা করেন। অভিনেতা জানান এই সিরিজটি তিনি টানা দুদিন ধরে দেখেছেন। নাসিরউদ্দিন শাহ, অদিতি রাও হায়দারি অভিনীত এই সিরিজটির পরিচালনা করেছেন রোনাল্ড স্ক্যাল্পেলো। এখানে উঠে এসছে মুঘল সম্রাট আকবর এবং তাঁর সন্তানদের কথা। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় এখানে দেখা গিয়েছে ধর্মেন্দ্র, রাহুল বোস, সন্ধ্যা মৃদুল, জারিনা ওয়াহাব, প্রমুখকে।
ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করে ভিকি লেখেন, ‘এপিক! আর অন্য কোনও ভাষা মাথায় এল না তাজ দেখেন আগেও দেখেছি, এখন আবার দেখছি। আপনাদেরও দেখা উচিত।’ তিনি আরও লেখেন ক্যাপশনে, 'জি ফাইভ হ্যাটস অফ এমন একটা মাস্টারপিস বানানোর জন্য।' অভিনেতা জানান তিনি এই সিরিজের বিষয়ে একাধিক মানুষের থেকে শুনেছিলেন। এবং তখনই ভাবেন অবসর সময় এটিকে দেখবেন। এই শো দেখে যে তাঁর মাথা ঘুরে গেছে সেটা তাঁর ভিডিয়ো থেকেই স্পষ্ট। তাঁর মতে এটি একটি ওয়ার্ল্ড ক্লাস শো।
এই ছবিতে ধর্মেন্দ্রকে নাসিরউদ্দিন শাহের ভূমিকায় দেখা গিয়েছে। তিনি তাঁর চরিত্রের প্রশংসা করে বলেন, 'ওঁর পার্টটা ভীষণ ভালো ছিল। উনি একজন লেজেন্ড। চিররঙিন।' অন্যদিকে তিনি নাসিরউদ্দিন শাহের প্রশংসা করে বলেন, 'উনি একজন মাস্টারক্লাস অভিনেতা।'
অদিতি রাও হায়দারির প্রশংসাও করেন ভিকি। সঙ্গে বলেন তিন যুদ্ধরত ভাই শুভম, তাহা এবং অসীম তিনজনই ফাটাফাটি। খুব ভালো। অভিনেতা জানিয়েছেন তিনি এই সিরিজের দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করে আছেন।
আগামীতে ভিকিকে স্যাম বাহাদুর ছবিতে দেখা যেতে চলেছে। সদ্যই তিনি সেই ছবির শ্যুটিং শেষ করেছেন। এই ছবির পরিচালনা করেছেন মেঘনা গুলজার।