ভিকি আপাতত তাঁর আগামী সিনেমা ছাবা- এর জন্য ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় রশ্মিকা মান্দানা এবং অক্ষয় খান্নার সঙ্গে অভিনয় করবেন ভিকি। লক্ষণ উতেকরের পরিচালনায় এই সিনেমাটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর তৈরি করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে যশ রাজ ফিল্মসের দুটি সিনেমার জন্য কাজ করতে পারেন ভিকি।
পিপিং মুনের শেয়ার করা এটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, ইতিমধ্যেই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে দেখা করেছেন ভিকি। আগামী দুটি প্রজেক্ট-এর জন্য ভিকিকে নিয়ে কাজ করতে আগ্রহী আদিত্য। শুধু ভিকি নয়, আলিয়া ভাটও আলফা সিনেমার হাত ধরে স্পাই ইউনিভার্সের অংশ হতে চলেছেন।
আরও পড়ুন: বিয়ের বছর ঘোরার আগেই এসেছে সন্তান, এবার দীক্ষা নিচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী, সংসার ছাড়ছেন নাকি?
আরও পড়ুন: ‘ওসব গান নাকি, শুধু নাচতে স্টেজে আসে…’! দিলজিতের শো-র টিকিট বিনা পয়সায় বিলিয়ে দেন, দাবি অভিজিতের
আলফা মুক্তি পাবে এই বছরের ২৫ ডিসেম্বর, অর্থাৎ আগামী বড়দিনে সিনেমাটি দেখতে পাবেন সবাই। এই সিনেমায় আলিয়া, শর্বরী ছাড়াও অভিনয় করবেন ববি দেওল ও অনিল কাপুর। প্রযোজনার দায়িত্বে রয়েছেন আদিত্য চোপড়া। কিন্তু কেন আচমকা খানদের বাদ দিয়ে দিলেন আদিত্য?
এতদিন YRF ইউনিভার্সের পরিচিত মুখ ছিল সলমন, শাহরুখ এবং আমির। তবে এবার নতুন অভিনেতা অভিনেত্রীদের সুযোগ দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে যশ রাজ ফিল্মস। একদিকে যেমন আলফা সিনেমায় আলিয়া এবং শর্বরীকে কাস্ট করা হয়েছে তেমন অন্যদিকে ধুম ৪ সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে।
একদিকে যেমন ভিলেনের চরিত্রের রণবীর অভিনয় করবেন, তেমন অন্যদিকে পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভিকিকে। অর্থাৎ ধুম ৪ সিনেমায় 'চোর' রণবীরকে তাড়া করবেন ‘পুলিশ’ ভিকি। আগামী বছরের এপ্রিল মাসেই সিনেমাটির শ্যুটিং শুরু হয়ে যাবে। এই সিনেমাটি শুরু হওয়ার আগেই ভিকি এবং রণবীর, দুজনেই তাঁদের বর্তমান প্রজেক্ট-এর কাজ শেষ করে ফেলবেন।
আরও পড়ুন: একদিকে হাত ভরা কাজ, অন্যদিকে মাতৃত্ব! দুটোকে ব্যালেন্স করতে কী কাণ্ড ঘটালেন আলিয়া?
প্রসঙ্গত, এর আগের তিন পর্বে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে জন আব্রাহাম, হৃতিক রোশন এবং আমির খান। এবার চতুর্থ পর্বে রণবীরকে দেখা যাবে সেই চরিত্রে। চতুর্থ পর্বে পাল্টে যাবে পুলিশও, অভিষেকের জায়গায় অভিনয় করবেন ভিকি।