ভিকি কৌশলকে পছন্দ করেন না, এমন মানুষ মেলা দুষ্কর। ব্যাড নিউজ ছবির তৌবা তৌবা গানে ভিকি কৌশল তাঁর নাচের ভঙ্গিমায় মন জয় করছেন আবারও। অভিনেতার এনার্জি এবং নাচের দক্ষতা তাঁর ভক্তদের পাশাপাশি অন্যান্য বলিউড সেলিব্রিটিদের দ্বারা প্রশংসিত হচ্ছে। তবে গানটির কোরিওগ্রাফার বসকো মার্টিস এই বিষয়ে আপত্তি জানান। তিনি বলেন, যখনই কোনও নতুন গান জনপ্রিয় হয় তখনই অভিনেতার কৃতিত্ব পাওয়া যায়। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি স্বীকার করেন, কোরিওগ্রাফারের কাছ থেকে শিক্ষা না নিলে তিনি নাচতে পারতেন না।
আরও পড়ুন: (নিক জোনাস থেকে কিম কার্দাশিয়ান: আম্বানির বিয়েতে ছিলেন কোন আন্তর্জাতিক সেলেবরা?)
এই গান তৈরি করতে একটা গোটা টিম প্রয়োজন
ভারতীয় কোরিওগ্রাফারদের ক্রেডিট ইস্যু সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভিকি বলেন, ‘ম্যায় ভো স্টেপ ঘর সে থোড়ি না লে কর আয়া, ভো মুঝে দিয়া গয়া, ভো মুঝে বসকো স্যার নে দিয়া।’ ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকা প্রতিটি ব্যক্তিই আসল নায়ক যিনি ক্যামেরার সামনে যা কিছু ঘটছে তা তৈরি করেন। কারণ আমরা ক্যামেরার সামনে রয়েছি, ভো শুরু কি ওয়াহ-ওয়াহি, ইয়া জুতে চপ্পল জো ভি পড়নে হোতে হ্যায়, ভো হুমে হি পড়তে হ্যায়। (মূল ধাপটি আমি আমার বাড়ি থেকে আনিনি, এটি বসকো স্যার আমাকে শিখিয়েছিলেন। কারণ আমরা ক্যামেরার সামনে থাকি, তাই প্রাথমিক প্রশংসা বা সমালোচনা যাই হোক না কেন, আমাদের ওপরই এসে পড়ে)। কিন্তু এরাই আসল নায়ক। একটি গান, একটি চলচ্চিত্র বা অন্য কিছু তৈরি করতে একটি টিম বা দল লাগে, ৩০০ জন লোকের প্রচেষ্টা লাগে। সুতরাং, খুব বেশি না হলেও তাঁদের সমানভাবে প্রশংসা করা উচিত। বস্কো যা বলেছেন সেই বিষয়ে আমি আমি শতভাগ একমত।
আরও পড়ুন: (‘কাজের সুযোগ নষ্ট করেছি...’পরিনীতির পর এবার বলিউড পার্টি নিয়ে মুখ খুললেন রণদীপ)
ভিকি কৌশলের প্রশংসায় পঞ্চমুখ হৃতিক রোশন-সলমন খান
তৌবা তৌবায় ভিকির নাচের প্রশংসা করেছেন ডান্স কিং হৃতিক রোশন ও সলমন খান। হৃতিক লেখেন, ‘ওয়েল ডান ম্যান... স্টাইলটি (রেড হার্ট ইমোটিকন) ভীষণ পছন্দ হয়েছে। ব্যাড নিউজ অভিনেতার এই কমেন্টে উত্তর দিয়েছিলেন, ’@hrithikroshan আপনি বুঝতে পারছেন হয়তো এটা আমার কাছে কতটা গুরুত্ত্বপূর্ণ স্যার!!' সলমানও নাচের প্রশংসা করে লিখেছেন, ‘দারুণ মুভস ভিকি, গানটিও দারুণ। শুভ কামনা।’ অভিনেতা এই কমেণ্টেরও প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তাঁর মন্তব্যের ক্যাপশনে লিখেছেন, ‘সো সুইট অফ ইউ সলমান স্যার!! অসংখ্য ধন্যবাদ।।। এটা আমার এবং পুরো দলের জন্য অনেক কিছু।' (লাল হৃদয় এবং নমস্তে ইমোজি)।
আরও পড়ুন: (‘আমায় মেনে নেননি ওঁরা...’ বিবাহিত জীবন নিয়ে অকপট ইমরান)
ভিকি কৌশল বর্তমানে ব্যাড নিউজ ছবির প্রচারে ব্যস্ত। সেখানেই তিনি মুখ খুলেছেন ক্যাটরিনা কাইফ গর্ভবতী কিনা সেই বিষয় নিয়ে। জানালেন আপাতত যা যা রটেছে বিষয়টা নিয়ে সবটাই গুজব। কিছুই সত্য নয়।
ব্যাড নিউজ ছবিটি ১৯ জুলাই মুক্তি পাবে। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অ্যামি ভির্ক, ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরিকে দেখা যাবে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ এটির প্রযোজনা করেছে। নেহা ধুপিয়াকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আনন্দ তিওয়ারির ব্যাড নিউজ ছাড়াও এরপর ভিকিকে লক্ষ্মণ উতেকারের ‘ছাওয়া’ ছবিতে দেখা যাবে।