বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘গুলি করে মারব’, প্রেম নিবেদন করতে গিয়ে গেয়ে বসেন ক্যাট! বউয়ের কীর্তি ফাঁস ভিকির

‘গুলি করে মারব’, প্রেম নিবেদন করতে গিয়ে গেয়ে বসেন ক্যাট! বউয়ের কীর্তি ফাঁস ভিকির

ভিকি-ক্যাটরিনা  (ছবি-ইনস্টাগ্রাম)

Vicky Kaushal-Katrina Kaif: পঞ্জাবি ভাষা না জানা ক্যাটরিনা ভুলবশত রোম্যান্টিক গানের বদলে হিংসাত্মক গান গেয়ে ফেলেছিলেন ভিকির জন্য। কী প্রতিক্রিয়া ছিল তাঁর? 

অ্যাওয়ার্ড সেরেমানির মঞ্চে প্রথম দেখা দু'জনের। সেখানেই রসিকতা করে ক্যাটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সঞ্চালক ভিকি কৌশল। কে জানতো বছর খানেকের মধ্যেই এই সাজানো ঘটনা ফলে যাবে! দেখতে দেখতে বিয়ের দেড় বছর পার করে ফেলেছেন ‘ভিক্যাট’ জুটি। 

 ‘ফ্যানবয়’ ভিকি কৌশলের ক্যাটরিনার স্বামী হয়ে ওঠবার জার্নিটা রূপকথার চেয়ে কম নয়। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে ধুমধাম করে বিয়ে সারেন তাঁরা। সাত পাক ঘোরবার আগে পর্যন্ত প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা, যদিও ভিক্যাটের প্রেম ছিল বি-টাউনের ওপেন সিক্রেট। জানেন কি একবার প্রেমিক ভিকির মন জিততে পাঞ্জাবি গান শিখেছিলেন ক্যাটরিনা। তবে পরে উপলব্ধি করেন কী মস্ত বড় ভুল করে বসেছেন তিনি। রোমান্টিক ভেবে যে পাঞ্জাবি গান আওড়েছিলেন ক্যাটরিনা, সেটি আদতে হিংসাত্মক গান। 

বিদেশে বড় হয়েছেন ক্যাটরিনা, ইংরাজিতেই স্বচ্ছন্দ তিনি। কেরিয়ারের শুরুতে হিন্দি বলতেই পারতেন না তিনি। তাঁর ছবিতে ডাবিং করত অন্যরা। এখনও হিন্দি ভাষাই রপ্ত করতে পারেননি ক্যাট, তার উপর বিয়ের পর পাঞ্জাবি শিখছেন নায়িকা।

সম্প্রতি ‘জারা হটকে, জারা বাঁচকে’র প্রচারে ভিকি ফাঁস করেছেন ক্যাটরিনা তাঁর জন্য অতিকষ্টে একটি পাঞ্জাবি গান মুখস্থ করেছিল। যখন ভিকির কাছে প্রেম নিবেদন করতে সেই গান গেয়েছিলেন ক্যাট, অবাক হয়ে যান অভিনেতা। পরে বলেন, ‘আমি তোমার ভালোবাসার অনুভূতিটা বুঝতে পারছি, তবে এটা অন্যত্র ভুল করেও গেও না।’ ঠিক কোন গানটি গেয়েছিলেন ক্যাটরিনা তা মনে করতে পারেননি ভিকি, তবে জানান গানের কথা খানিকটা ছিল- ‘তুমি আমার রাস্তায় এলে, আমি তোমাকে গুলি করে মেরে দেব’। 

বিয়ের দেড় বছর পর ঠিক কতটা পাঞ্জাবি শিখেছেন ক্যাটরিনা? এই ব্যাপারে ভিকি সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে জানান, ‘কি হাল-চাল হ্যায়, হাল চাল বধিয়া নে’ (কেমন আছো, সবকিছু ঠিকঠাক?) এই কথাটি শিখে নিয়েছেন পাঞ্জাবি পরিবারের বহুরানি। ভিকির কথায়, ক্যাটরিনার মুখে ভাঙা পাঞ্জাবি শুনলে রীতিমতো আনন্দে জ্ঞান হারান তিনি।

শুক্রবারই মুক্তি পেয়েছে ভিকি-সারা অভিনীত ‘জারা হটকে, জারা বাঁচকে’। এই ছবির প্রশংসা করে ক্যাটরিনা ইনস্টায় লেখেন, ‘হৃদয় দিয়ে বানানো একটা ছবি, গোটা টিমকে অনেক শুভেচ্ছা’। ছবির হিট গানের লাইনে জবাব দেন ভিকি। বউয়ের উদ্দেশে লেখেন, ‘তু হ্যায় তো মুছে ফির অউর ক্যায়া চাহিয়ে!’ 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.