ভিকি কৌশল বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা হিসাবেই পরিচিত। তবে স্ত্রী ক্যাটরিনা কাইফ তাঁর সবচেয়ে বড় সমালোচক, বউকে কিছুতেই খুশি করতে পারেন না ভিকি। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াস অ্যাক্টরস রাউন্ডটেবিলে ভিকি প্রকাশ করেছেন যে বউয়ের কাছে প্রশংসা পাওয়া হাতে চাঁদ পাওয়ার সমান, যা তাঁর কপালে নেই। আরও পড়ুন-তৃতীয় বিবাহবার্ষিকী জঙ্গলেই কাটালেন ক্যাটরিনা-ভিকি! কী কী করলেন সাফারিতে?
ভিকি বলেন, ‘আমার এমন একজন স্ত্রী আছে, যেদিন আমি তার কাছ থেকে প্রশংসা পাই, আমি ভাবি যে কী অসাধারণ জিনিস অর্জন করেছি! নইলে মাঝে মাঝে মনে হয়, এতটাও আয়না দেখানো ভালো নয়’। শুধু অভিনয় নয়, ভিকির নাচ নিয়েও কড়া সমালোচনা করেন ক্যাটরিনা। আবেগে ভেসে নয়, তালের কথা ভেবে নাচার পরামর্শ দেন ক্যাট।
সোমবার ভিকি ও ক্যাটরিনা তাদের তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। তারা রাজস্থানের জাওয়াই বেরা লেপার্ড ক্যাম্পে জঙ্গল সাফারির মাধ্যমে জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করেন। মঙ্গলবারই মুম্বইয়ে ফিরেছেন ভিকি-ক্যাটরিনা। তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই বিশেষ দিনের নানান মুহূর্ত তুলে ধরেছেন ভিক্যাট। বরের জন্য নায়িকার বার্তা, ‘দিল তু, জান তু….’।
মা হতে চলেছেন ক্যাটরিনা, মাস কয়েক আগে এমন গুঞ্জনে ছেয়ে গিয়েছিল নেটপাড়া। তবে জল্পনায় জল ঢেলে ক্যাটরিনার প্রতিনিধি জানিয়েছিলেন সেই খবর ভুয়ো। ব্যাড নিউজের প্রচারে ভিকি স্পষ্ট বলেছিলেন, 'যখন ওটার (সুসংবাদ) সময় আসবে, আমরা সেই খবর লুকিয়ে রাখব না’। চুপি চুপি প্রেম, তারপর বিয়েটা করে নেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। সেটা ছিল ২০২১-এর ডিসেম্বর মাস। সেই রাজকীয় বিয়ের ঝলকে মুগ্ধ হয়েছিল সকলে। সংস্কৃতির কিংবা বয়সের ফারাক বাধা হয়নি এই প্রেম কাহিনিতে। বয়সে ভিকির চেয়ে প্রায় বছর পাঁচেকের বড় ক্যাটরিনা।
লক্ষ্মণ উতেকারের ছাভাতে রশ্মিকা মান্দান্নার সাথে জুটিতে দেখা যাবে ভিকিকে। এই ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক। ছবিতে রশ্মিকা তাঁর স্ত্রী ইয়েসুবাই ভোঁসলের ভূমিকায় অভিনয় করবেন। পুষ্পা ২-এর জন্য মুক্তি পিছিয়েছে এই ছবির।
ক্যাটরিনাকে সর্বশেষ বিজয় সেতুপতির বিপরীতে শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস ছবিতে দেখা গিয়েছিল। ছবিটির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান এবং তিনু আনন্দ। তামিল সংস্করণে রাধিকা শরৎকুমার, শানমুগারাজা, কেভিন জে বাবু এবং রাজেশ উইলিয়ামস একই চরিত্রে অভিনয় করেছিলেন। আপতত নতুন কোনও প্রোজেক্টের কাজে হাত দেননি ক্যাটরিনা।