বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরানী' অবলম্বনে ছবি বানাচ্ছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ইতিমধ্যেই তারকাখচিত এই ছবি নিয়ে আলোচনা চলছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় হচ্ছেন 'দেবী চৌধুরানি', ভবানী পাঠকের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এছাড়াও ছবিতে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দ-র মতো তারকারা। এদেঁর নাম অবশ্য আগেই প্রকাশ্যে এসেছে, তবে শুভ্রজিতের সবথেকে বড় চমক দেওয়ার বাকি ছিল।
কী সেটা?
‘দেবী চৌধুরানী’র অ্যাকশন দৃশ্য পরিচালনার দায়িত্বে থাকবেন বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল। হ্যাঁ ঠিকই ধরেছেন অভিনেতা ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশলের বাবার কথাই বলছি। বেশকিছুদিন ধরেই টলিপাড়ায় কানপাতলে এই নামটি শোনা গেলেও, নিশ্চিত করে কিছুই জানা যাচ্ছিল না। তবে এবার খবর পাক্কা। পরিচালক শুভ্রজিৎ মিত্র নিজেই জানিয়েছেন, বৃহস্পতিবারই তিনি শ্যাম কৌশলের সঙ্গে মিটিং করে মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন, চুক্তি সাক্ষর হয়ে গিয়েছে। ছবির চিত্রনাট্য পড়ে শ্যাম কৌশলের বেশ ভালোও লেগেছে, কলকাতায় এসে অভিনেতাদের বিশেষ ওয়ার্কশপও করাবেন শ্যাম কৌশল।
আরও পড়ুন-মধুমিতার হাত ধরে BMW-তে, নেটপাড়ার কটাক্ষে মদন বললেন, ‘দুধটুকু নি, জল ফেলেদি…’
আরও পড়ুন-'দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী ছিলাম…', অসুস্থতা কাটিয়ে সিরিয়ালের সেটে অঞ্জনা বসু
প্রসঙ্গত বলিউডে বহু জনপ্রিয় ছবি, যেমন 'পদ্মাবত', ‘বাজিরাও মস্তানি’, ‘পিএস-১, ও ২’, 'মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি' সহ অসংখ্য ছবির অ্যাকশন ডিরেক্টর হলেন শ্যাম কৌশল। আপাতত 'দেবী চৌধুরানী' শ্যুটিংয়ের জন্য রেইকি চলছে, বর্ষার পর শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। জানা যাচ্ছে, ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন বিক্রম ঘোষ।
জানা যাচ্ছে 'দেবী চৌধুরানী' ছবিততে রঙ্গরাজের ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, সাগর ও নিশির ভূমিকায় থাকছেন দর্শনা ও বিবৃতি, কিঞ্জল নন্দ হচ্ছেন ব্রজেশ্বর। 'কাবেরী অন্তর্ধান', দ্বিতীয়বার একে অপরের বিপরীতে অভিনয় করবেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী।