বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky-Sara: সারা-ভিকির কখনও প্রেম, কখনও ঝগড়া চলছে! সবার সামনে ‘জারা হটকে জারা বাঁচকে’র ছবি

Vicky-Sara: সারা-ভিকির কখনও প্রেম, কখনও ঝগড়া চলছে! সবার সামনে ‘জারা হটকে জারা বাঁচকে’র ছবি

জারা হটকে জারা বাঁচকে

আসতে চলেছে ‘জারা হটকে জারা বাঁচকে’। সোমবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যেখানে কপিল ও সোম্যার ভূমিকায় দেখা গিয়েছে ভিকি কৌশল ও সারা আলি খানকে। ২ মিনিট ২০ সেকেন্টের ট্রেলারে ভিকি ও সারাকে একে অপরের সঙ্গে জমিয়ে রোম্য়ান্ট করতেও দেখা যায়, আবার কখনও ঝগড়া করতে দেখা যায় তাঁদের। 

গল্পের প্রেক্ষাপট ইন্দোর। কপিল ও সৌম্যা র বিয়ের পর গোটা পরিবারের সঙ্গে তাঁদের সুখের সংসার। কিন্তু হঠাৎই সবকিছু গণ্ডোগোল হয়ে যায়। কপিল-সৌম্যার সম্পর্ক এতটাই তিক্ততায় পরিণত হয় যে বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নেন তাঁরা। মামলা আদালতে গড়ায়, কিন্ত তারপর?

এমনই একটি গল্প নিয়ে আসতে চলেছে ‘জারা হটকে জারা বাঁচকে’। সোমবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যেখানে কপিল ও সোম্যার ভূমিকায় দেখা গিয়েছে ভিকি কৌশল ও সারা আলি খানকে। ২ মিনিট ২০ সেকেন্টের ট্রেলারে ভিকি ও সারাকে একে অপরের সঙ্গে জমিয়ে রোম্য়ান্ট করতেও দেখা যায়, আবার কখনও ঝগড়া করতে দেখা যায় তাঁদের। মধ্যবিত্ত ও একান্নবর্তী পরিবারের ছবিই এখানে উঠে এসেছে। সব মিলিয়ে হাসি, মজা, খুনসুটির মোড়কে তুলে ধরা হয়েছে ছবির গল্প।

ছবিতে সারা ও ভিকি ছাড়াও রয়েছেন রাকেশ বেদী, শারিব হাশমি, নীরজ সুদ সহ অন্যান্য অভিনেতারা। সিনেমাটি ম্যাডক ফিল্মস ও জিও স্টুডিওর তরফে প্রযোজনা করা হয়েছে। ছবিটি ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুন-বিয়ের আগে অন্তঃসত্ত্বা, মাকে জানাতেই বলেছিলেন তোমাকে ৭২ ঘণ্টা সময় দিচ্ছি, তার মধ্যে ব্যবস্থা করতে হবে: নেহা

আরও পড়ুন-ছোট রাজনের সাক্ষাৎকার নিতে গিয়েই বিপত্তি! সাংবাদিক খুনে গ্রেফতার আরও এক সাংবাদিক

এর আগে কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননকে নিয়ে ‘লুকাছুপি’র মতো ছবি উপহার দিয়েছেন পরিচালক লক্ষ্মণ উতেকর। তিনি ভিকি ও সারাকে নিয়ে এই ছবি বানিয়েছেন। 

শেষবার সারা আলি খানকে দেখা গিয়েছিল 'গ্যাসলাইট' ছবিতে যেটা কিনা ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছিল। 'জারা হটকে জার বাঁচকে' ছাড়াও সারা আলি খানের হাতে রয়েছে 'অ্যায় বতন, মেরে বতন' ছবির কাজ। অন্যদিকে ভিকি কৌশলকে দেখা যাবে ফিল্ম মার্শাল শ্যাম মানেকশর গল্প নিয়ে তৈরি 'শ্য়াম বাহাদূর' ছবিতে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন