বর্তমানে বলিউডের অন্যতম খ্যাতনামা তথা ব্যস্ত অভিনেতা হলেন ভিকি কৌশল। তিনি বারংবার তাঁর অভিনয় দিয়ে সকলের নজর কেড়েছেন। দেখতে দেখতে এই ইন্ডাস্ট্রিতে তিনি ১২ বছর কাটিয়ে ফেললেন। তারপর স্মৃতি হাতড়ে কী লিখলেন তিনি?
আরও পড়ুন: আলিবাগের স্বপ্নের বাড়ি ঘুরিয়ে দেখালেন বিরাট, ১২ মাসের সফর তুলে ধরলেন ভিডিয়োতে, দেখুন
বলিউডে ১২ বছর পার করে কী লিখলেন ভিকি?
দেখতে দেখতে বলিউডে ১২ বছর কাটিয়ে ফেললেন ভিকি কৌশল। আজ থেকে ঠিক ১২ বছর আগে ১০ জুলাই ২০১২ সালে প্রথম অডিশন দিয়েছিলেন ভিকি কৌশল। এরপর ২০১৫ সালে তাঁর ছবি মাসান মুক্তি পায় যেখানে তাঁর করা অভিনয় সকলের মন কেড়ে নেয়। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক তাক লাগানো পারফরমেন্স দিয়ে গিয়েছেন। জিতেছেন ফিল্মফেয়ার থেকে জাতীয় পুরস্কার।
ভিকির অভিনয় থেকে হাসি, নাচের গুণে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। আজ দেশ বিদেশে ছড়িয়ে তাঁর অগণিত ভক্ত। কিন্তু কোনও কিছুই রাতারাতি হয়নি। সেই অডিশনের প্রথম দিন থেকে আজ, ১২ বছর পূর্ণ হওয়ার পর নস্টালজিক হয়ে পড়েন অভিনেতা। দুটি ছবি পোস্ট করেন লেখেন একটি পোস্ট।
প্রথম ছবিতে তাঁকে একটি বোর্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে যেখানে তাঁর নাম, দিন, উচ্চতা ইত্যাদি লেখা। আর দ্বিতীয় ছবিতে একটি গাড়িতে তিনি দাঁড়িয়ে তাঁকে ঘিরে ভিড় জমিয়েছেন তাঁর অনুরাগীরা। এই ছবি দুটো পোস্ট করে ভিকি কৌশল লেখেন, 'এই দিন ১২ বছর আগে। কিছুই রাতারাতি হয়নি। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এত ভালবাসে এবং আশীর্বাদ দেওয়ার জন্য।'
অনেকেই তাঁর এই পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন। আজ তিনি যেখানে, যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন সেটা তিনি ডিজার্ভ করেন।
ভিকি কৌশলের আগামী কাজ
ভিকি কৌশলকে আগামীতে ব্যাড নিউজ ছবিতে দেখা যাবে। এই ছবিটি আগামী ১৯ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন অ্যামি ভির্ক এবং তৃপ্তি দিমরি। ছবিটির প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ।