বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky Kaushal: বারাকপুরে 'শ্যাম বাহাদুর' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ভিকি, কড়া নিরাপত্তায় ঢাকা এলাকা

Vicky Kaushal: বারাকপুরে 'শ্যাম বাহাদুর' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ভিকি, কড়া নিরাপত্তায় ঢাকা এলাকা

বারাকপুরে ভিকি কৌশল

Vicky Kaushal at Barrackpore: বারাকপুর আর্মি বেস ক্যাম্প বাংলোয় 'শ্যাম বাহাদুর' ছবির সেট তৈরি করা হয়েছে। প্রায় শতাধিক ক্রু মেম্বার নিয়ে তৈরি হয়েছে এই সেট। ছবির পরিচলনায় মেঘনা গুলজার। বারাকপুর সেনা ছাউনি চত্বরে শ্যুটিং করছেন ভিকি, সেই হিসেবে গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

সোমবার শহরে পা রেখেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। নতুন ছবির শ্যুটিংয়ের জন্য কালকাতায় এসেছেন অভিনেতা। তাঁকে ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। শ্যুটিংয়ের জন্য মঙ্গলবার বারাকপুরে সেনা ছাউনিতে আসেন বলিউড তারকা। রাতের দিকে শ্যুটিং করেছেন তিনি। 

বারাকপুর আর্মি বেস ক্যাম্প বাংলোয় 'শ্যাম বাহাদুর' ছবির সেট তৈরি করা হয়েছে। প্রায় শতাধিক ক্রু মেম্বার নিয়ে তৈরি হয়েছে এই সেট। ছবির পরিচলনায় মেঘনা গুলজার। বারাকপুর সেনা ছাউনি চত্বরে শ্যুটিং করছেন ভিকি, সেই হিসেবে গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ক্যাম্পের ভিতরে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: মুম্বইয়ে ফ্ল্যাট ভাড়া নিলেন বিরাট-অনুষ্কা, মাসে বড় অঙ্কের টাকা ভাড়া গুনবেন

বলিউড অভিনেতাকে একবার সামনে থেকে দেখার তাগিদে ভিড় জমেছে ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন রাস্তায়। ক্যান্টনমেন্ট এলাকার ভিতরে শ্যুটিং করছেন ভিকি। তাই এখও পর্যন্ত তাঁকে সামনে থেকে এখনও দেখবার মতো সুযোগ হয়নি এলাকার বাসিন্দাদের।

বেশ কয়েকদিন শ্যুটিং চলবে বারাকপুরের ক্যান্টনমেন্টে। সূত্রের খবর, ২২ থেকে ২৪ নভেম্বর বারাকপুর সেনা অফিসারের বাংলোয় ছবির কিছু দৃশ্যের শ্যুটিং করবেন ভিকি। বাংলোর ভিতরেই তৈরি করা হয়েছে সেট। রাখা হয়েছে নানা রকমের আলোর ব্যবস্থা। সূত্র অনুযায়ী, কলকাতার ফোর্ট উইলিয়ামেই নাকি শেষ দিনের শ্যুটিং সারার কথা রয়েছে ভিকির। 

কলকাতা থেকে সোজা উটি উড়ে যাওয়ার কথা রয়েছে ভিকির। ছবির পরের শ্যুটিং শিডিউল রয়েছে সেখানে। উল্লেখ্য, শ্যাম বাহাদুর ছবিতে ভিকি ছাড়াও রয়েছেন ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, নীরজ কবির মতো অভিনেতা-অভিনেত্রীরা।

বন্ধ করুন