মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড়ো ব্যাটিং চালাচ্ছে রণবীর কাপুরের অ্যানিম্যাল। তবুও তার মধ্যেই মাটি কামড়ে পড়ে আছে স্যাম বাহাদুর। মোটেই জমি ছেড়ে দেয়নি। উল্টে টুকটুক করে ব্যাটিং করে পৌঁছে গিয়েছে প্রায় সেঞ্চুরি থুড়ি ১০০ কোটির কাছে। পেয়ে গিয়েছে হিট তকমাও। তৃতীয় সপ্তাহে স্যাম বাহাদুর বক্স অফিসে ১২.২৫ কোটি টাকা আয় করেছে। সবটা মিলিয়ে এই ছবির আয় ৮০ কোটি টপকে গিয়েছে।
স্যাম বাহাদুর ছবির আয়
চলতি সপ্তাহের সোমবার বক্স অফিসে স্যাম বাহাদুর মাত্র ১.৬ কোটি টাকা আয় করেছিল। মঙ্গলবারও আয়ের পরিমাণ ছিল একই। তবে বুধবার সেটা খানিক বেড়ে হয় ১.৫০ কোটি। এরপর এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৮১.২০ কোটি টাকায়।
আরও পড়ুন: বড়দিনের মন ভালো করা সিনেমা 'ডাঙ্কি', শাহরুখের ছবি শেখাবে অনেক কিছুই
চলতি বছর মুক্তি পাওয়া ভিকি কৌশল অভিনীত প্রথম হিট ছবি ছিল জারা হাটকে জারা বাচকে। সারা আলি খান এবং ভিকির সেই ছবি ২০ দিনের মাথায় ৭১.৪৬ কোটি আয় করেছিল। দেশে সপ্তম সপ্তাহ পর্যন্ত এটি মোট ৮৮.৩৫ কোটি টাকা লাভ করেছিল। অন্যদিকে মাত্র ২০ দিনেই ভিকির স্যাম বাহাদুর সেই অঙ্ক প্রায় ছুঁয়ে ফেলেছে। তবে এখন থেকে এই ছবির ব্যবসা একটু কঠিন হয়ে দাঁড়াল। কারণ ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের ডাঙ্কি এবং প্রভাসের সালার। ফলে অনুমান করা হচ্ছে এই নতুন দুই ছবির জন্য হয়তো সব থেকে বেশি শো হারাতে হবে স্যাম বাহাদুরকেই।
স্যাম বাহাদুর প্রসঙ্গে
স্যাম বাহাদুর ছবিটির পরিচালনা করেছেন মেঘনা গুলজার। ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি। এখানে উঠে এসছিল ভারতের প্রথম ফিল্ড মার্শাল, স্যাম মানেকশর কথা। এখানে নাম ভূমিকায় দেখা গিয়েছে ভিকি কৌশলকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, প্রমুখ আছেন। রিপোর্ট অনুযায়ী ছবিটি বানাতে মোট ৫৫ কোটি টাকা খরচ হয়েছে।
আরও পড়ুন: 'আলাদা করে দিয়েছি...' সোশ্যাল ম্যারেজের আগে মা-বাবার জন্য কী করলেন 'রাঙা বউ' শ্রুতি?
ভিকির নতুন প্রজেক্ট
ভিকি কৌশলকে শাহরুখ খানের ডাঙ্কি ছবিতেও দেখা যাচ্ছে। যদিও এখানে তাঁর চরিত্রটি বড়ই ছোট। শাহরুখের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামীতে তাঁকে লক্ষ্মণ উটেকরের ছাবায় দেখা যাবে।