বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky Kaushal: ক্যাটরিনাকে ভালোবাসেন! ভিকির মুখে এমন কথা শুনে আবেগতাড়িত অনুরাগী যা করলেন…

Vicky Kaushal: ক্যাটরিনাকে ভালোবাসেন! ভিকির মুখে এমন কথা শুনে আবেগতাড়িত অনুরাগী যা করলেন…

অনুরাগীর সঙ্গে আবেগঘন মুহূর্তে ভিকি

এক অনুরাগী স্টেজে উঠে মাইক্রোফোন হাতে ভিকির উদ্দেশ্য বলেন, ‘উনি বললেে ক্যাটরিনা ওঁর জীবন। আর এই জীবন হলেন ভিকি কৌশল।’ আবেগতাড়িত হয়ে ও মহিলা অনুরাগী বলেন, ‘পরের জন্মেও ক্যাটরিনা হয়ত ভিকি কৌশলের হবেন, আর আমার আগামী সমস্ত জন্ম ভিকি কৌশল শুধু আমারই থাকবেন। আই লাভ ইউ ভিকি।’ 

সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধে আসছে ভিকি কৌশলের নতুন ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’। এই মুহূর্তে ছবির প্রচারে বেজায় ব্যস্ত ভিকি কৌশল। যদি সম্প্রতি একটি অনুষ্ঠানে সারাকে ছাড়াই হাজির হয়েছিলেন ভিকি। সেখানেই অনুরাগীদের নানান প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেতাকে।

ভিকি কৌশলকে প্রশ্ন করা হয়, সারা নেই, কতটা মিস করছেন? উত্তরে ভিকি বলেন, ‘সারাকে তো এই মুহূর্তে ভীষণই মিস করছি।’ ভিকির কথা শুনে অনুরাগীরা তাঁকে পাল্টা প্রশ্ন করেন আর ক্যাটরিনাকে? ভিকি বলেন, ‘ক্যাটরিনাকে তো সবসময়ই সবথেকে বেশি মিস করি’। জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারমূলক ওই অনুষ্ঠানের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আরও একটি ভিডিয়োতে এক অনুরাগী স্টেজে উঠে মাইক্রোফোন হাতে ভিকির উদ্দেশ্য বলেন, ‘উনি বললেে ক্যাটরিনা ওঁর জীবন। আর এই জীবন হলেন ভিকি কৌশল।’ আবেগতাড়িত হয়ে ও মহিলা অনুরাগী বলেন, ‘পরের জন্মেও ক্যাটরিনা হয়ত ভিকি কৌশলের হবেন, আর আমার আগামী সমস্ত জন্ম ভিকি কৌশল শুধু আমারই থাকবেন। আই লাভ ইউ ভিকি।’ অনুরাগীর মুখে এমন কথা শুনে ভিকিও তাঁকে পাল্টা বলেন, 'আই লাভ ইউ টু'। পরে ওই মহিলা অনুরাগীকে জড়িয়েও ধরেন ভিকি। আর তাতেই উত্তেজনা ও আবেগে ভেসে দেখা যায় ওই অনুরাগীকে। ভিডিয়ো দেখেই বোঝা যায়, ঠিক কী করবেন, সেটা তিনি বুঝে উঠতে পারছিলেন না।

আরও পড়ুন-গলফার স্বামীর সঙ্গে বিচ্ছেদ, এখন সন্তানের দায়িত্ব সামলানো কতটা কঠিন? উত্তর দিলেন চিত্রাঙ্গদা

ভিডিয়োতে 'জারা হটকে জারা বাঁচকে’র প্রচারে ভিকিকে সামনে পেয়ে আবেগে ভেসে যান তাঁর সমস্ত অনুরাগীরা। একটিবার প্রিয় অভিনেতার সঙ্গে হাত মেলানোর জন্য ছটফট করতে থাকেন তাঁরা। ভিকিকেও একাধিক অনুরাগীর সঙ্গে হাত মেলাতে সেলফি তুলতে দেখা যায়। পুরো বিষয়টি বেশ উপভোগ করেন অভিনেতা।

ব্যক্তিগত জীবনে ২০২১-এর ৯ ডিসেম্বর ক্যাটরিনা কাইফের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল। রাজস্থানে পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনেই হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। এদিকে সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধে ভিকি কৌশলের নতুন ছবি জারা হটকে জারা বাঁচকে মুক্তি পাচ্ছে আগামী ২ জুন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন