সামনেই মুক্তি পেতে চলেছে ছাবা। আর সেই ছবির প্রচারেই এদিন কলকাতায় এসেছিলেন ভিকি কৌশল। শহরে এসেই বিভিন্ন জায়গায় গেছেন তিনি। শুধু তাই নয়, ছবির প্রচারে রীতিমত বাংলায় কথা বললেন তিনি।
আরও পড়ুন: শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত পরিচালকদের, ফেডারেশনের সভাপতি স্বরূপ বলছেন, ‘এটা পরিকল্পিত ষড়যন্ত্র’
কী ঘটেছে?
এদিন ভিকি কৌশলকে একটি কালো রঙের পঞ্জাবি এবং সাদা পায়জামা পরে ছাবা ছবিটির প্রচার করতে দেখা যায়। সঙ্গে গলায় নিয়েছিলেন কালো রঙের ওড়না। এদিন তিনি প্রিয়াতে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজিতে যান। সেখানে তিনি গাড়ির ছাদে খালি পায়ে উঠে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন। প্রণাম জানালেন। শুধুই কি তাই তাঁকে এদিন হুডখোলা গাড়িতে করে যেতে দেখা যায়। সেই গাড়ির চারিদিকে লাগানো ছিল গেরুয়া পতাকা। পাশে ছেলে মেয়েদের পায়জামা পঞ্জাবি বা শাড়ি পরে হাতে ফুলের থালা নিয়ে হাঁটতে দেখা যায়। গাড়ি থেকে সকলের উদ্দেশ্যে প্রণাম জানান ভিকি।
আরও পড়ুন: পরিচালক ছাড়াই শুরু শ্যুটিং! বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'বাঘা বাঘা শ্যুটিং কি আজ থেকে গুপি শ্যুটিং?'
প্রচারে এসে এদিন রীতিমত শুদ্ধ বাংলায় কথা বলেন ভিকি কৌশল। ছাবার প্রচারে বলেন, 'নমস্কার কলকাতা। কেমন আছে? আমার সিনেমা আসছে, ছাবা। তাড়াতাড়ি যান পরিবার আর...' বলে ভুলে যান কী বলতে হবে। জেনে নিয়ে ফের বলেন, 'বন্ধুদের নিয়ে। কারণ, এই বছর ভ্যালেন্টাইন্স ডে না। ছাবা দিবস আসছে। ঠিক না?' তাঁর কথায় সমস্বরে চেঁচিয়ে ওঠেন সবাই।
ছাবা ছবি প্রসঙ্গে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দেবেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলবে অক্ষয় খান্নার। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।