বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky Kaushal-Rohit Shetty: রোহিতের 'সিংঘম'-এ মারকাটারি অ্যাকশন করতে আসছেন ভিকি? কী জানাচ্ছে রিপোর্ট

Vicky Kaushal-Rohit Shetty: রোহিতের 'সিংঘম'-এ মারকাটারি অ্যাকশন করতে আসছেন ভিকি? কী জানাচ্ছে রিপোর্ট

রোহিত শেট্টির সিংঘম এগেনে থাকছেন ভিকি কৌশল?

Vicky Kaushal-Rohit Shetty: রোহিত শেট্টির আগামী ছবি সিংঘম এগেনে থাকছেন ভিকি কৌশল? সূত্রের মারফত কোন খবর প্রকাশ্যে এল?

রোহিত শেট্টি (Rohit Shetty) এবং অজয় দেবগন (Ajay Devgan) আবার একসঙ্গে জুটি বাঁধছেন। তাঁদের ১১ তম ছবির জন্য তাঁরা কাজ শুরু করতে চলেছেন। সিংঘম ছবির প্রথম দুই কিস্তির পর এবার তৃতীয় কিস্তির পালা। এই সিরিজে আগের দুটো ছবি দারুণ জনপ্রিয় হয় এবং সাফল্যে পায়। এবার পালা তৃতীয় ছবির। রোহিত শেট্টি আপাতত এই ছবির জন্য একটা দুর্দান্ত কাস্টিং করেছেন।

এই ছবিতে অজয় দেবগনকেই নাম ভূমিকায় দেখা যাবে। তবে কিছুদিন আগে পরিচালক জানিয়েছেন তাঁর এই কপ ইউনিভার্সে প্রথম মহিলা পুলিশ হিসেবে ধরা দেবেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁকে লেডি সিংঘমের চরিত্রে দেখা যাবে। তবে এতটুকুই নয়। চমক এখনও বাকি আছে। এই ছবিতে রণবীর সিং (Ranveer Singh) এবং অক্ষয় কুমারকে (Akshay Kumar) ক্যামিও চরিত্রে দেখা যাবে। ফলে বুঝতে পারছেন যে ছবি একেবারে ওই যাকে স্টার স্টাডেড বলে সেটা হতে চলেছে।

এখন কানাঘুষোয় শোনা যাচ্ছে ভিকি কৌশলও (Vicky Kaushal) নাকি এই ছবির অংশ হতে চলেছেন। একটি জনপ্রিয় ওয়েবসাইটের তরফে জানানো হয়েছে ভিকি কৌশলের সঙ্গে দীর্ঘ বার্তালাপ সারছেন রোহিত শেট্টি। সিংঘম ছবির জন্যই তাঁদের মধ্যে এই এত আলোচনা চলছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী ভিকির চরিত্রটা অন্যান্য পুলিশদের থেকে আলাদা হবে, অর্থাৎ অজয়, অক্ষয়, রণবীরের থেকে তবে চরিত্র অনেকটাই আলাদা হবে। তিনি এই ছবিতে আদতে ভিকির মারকাটারি দিকটা ফুটিয়ে তুলতে চাইছেন। তবে এই খবর কতটা সত্যি সেটা তো সময়ই বলবে!

জানা গিয়েছে আগামী অগস্ট মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। ১০০ থেকে ১১৫ দিন ধরে শ্যুটিং চলবে এই ছবির। অজয় তার আগেই তাঁর যা যা কাজ আছে অন্যান্য সেগুলো শেষ করতে চাইছেন। তারপর তিনি পুরোদমে সিংঘম এগেন ছবিতে মন দিতে চাইছেন বলেই জানা গিয়েছে।

২০২৪ সালের ১৫ অগস্ট মুক্তি পাবে রোহিত শেট্টি পরিচালিত সিংঘম সিরিজের তৃতীয় ভাগের ছবি সিংঘম এগেন।

বন্ধ করুন