শ্যাম কৌশল, বলিউডের জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার, শ্যাম কৌশলের সঙ্গে কাজ করেছেন সকলেই। এহেন একজন বিখ্যাত কাস্টিং ডিরেক্টরের ছেলে হয়েও কখনও বাড়তি সুযোগ পাননি ভিকি কৌশল, বরং কপালে জুটে ছিল অপমান।
সম্প্রতি ফ্রাইডে টকিজের সঙ্গে সাক্ষাৎকারে শ্যাম কৌশল বলেন, ‘ভিকি যখন অভিনয়ের কথা বলেছিল, তখন আমি ‘না’ বলতে পারিনি কারণ আমিও অভিনয় জগতেরই মানুষ। তবে ভিকি যতই সম্ভাবনা পূর্ণ একজন অভিনেতা হোক না কেন, প্রযোজকরা যতক্ষণ না ভিকির ব্যাপারে নিশ্চিত হয়েছিলেন ততক্ষণ তাঁরা বিনিয়োগ করতে রাজি ছিলেন না ভিকির ওপর।’
(আরও পড়ুন: শাহরুখের হাতের এই ঘড়ির দাম শুনলে আঁতকে উঠবেন! কিনে ফেলবেন গোটা কয়েক ফ্ল্যাট-গাড়ি)
শ্যাম কৌশল আরও বলেন, ‘আমার পরিচিতির সুবাদে হয়তো আমার ছেলেদের কেউ এক কাপ চা খাওয়াতে পারে, কিন্তু কোটি কোটি টাকা বিনিয়োগ করবে না কেউই। আমি প্রথম থেকেই চেয়েছিলাম আমি যেমন গ্রাম থেকে এসে পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, ঠিক তেমনি আমার ছেলেরাও করুক। একজন অ্যাকশন ডিরেক্টর হিসেবে আমি কখনওই ছেলেদের কাজের বিষয়ে কারোর কাছে আবেদন করিনি।’
শ্যাম আরও বলেন, ‘ভিকি যখন প্রথম দিকে অডিশন দিত তখন রীতিমতো বহু জায়গায় অপমানিত হতে হয়েছিল তাঁকে। একজন কাস্টিং ডিরেক্টর বলেছিলেন, আপনার কি অডিশন নেব? আপনি কী অভিনয় করবেন? কিন্তু আমি মনে করি, এই অপমানগুলোই আপনাকে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে। অপমানকে যদি আপনি চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন তবেই আপনি প্রতিষ্ঠিত হবেন।’
(আরও পড়ুন: ‘সিনেমা মুক্তি পাচ্ছে তাই বিজেপির বন্ধু হয়ে গেছেন!'কটাক্ষের জবাবে বিক্রান্ত বললেন, ‘ভারতে মুসলিমরাও…’)
প্রসঙ্গত, ‘মাসান’ সিনেমায় অভিনয় করে রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভিকি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন সকলকে। ‘ব্যাড নিউজ’, ‘শ্যাম বাহাদুর’, ‘উরি’, ‘সঞ্জু’, ‘ডাংকি’, ‘সর্দার উদাম’ সহ বহু সিনেমায় অভিনয় করেছেন ভিকি।