এখনও মাস ঘোরেনি ছবি মুক্তির তার আগেই একটার পর একটা রেকর্ড গড়ে চলেছে ভিকি কৌশল অভিনীত ছাবা। শীঘ্রই এই ছবিটি শাহরুখ খান অভিনীত পাঠান ছবিটির রেকর্ড ভেঙে ফেলেতে চলেছে। দাঁড়িয়ে রয়েছে অ্যানিম্যালেরও রেকর্ড ভাঙার মুখে। ২৭ দিনে কত আয় করল ভিকি কৌশলের ছবি?
আরও পড়ুন: শাহিদ-করিনার মান-অভিমান মিটতেই তুঙ্গে 'জব উই মেট ২'-র চর্চা! কবে আসছে সিক্যুয়েল?
মুক্তির পর ২৫ তম দিনে অর্থাৎ গত সোমবার ভিকি কৌশল অভিনীত ছাবা ছবিটি বক্স অফিসে ৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। মঙ্গলবার সেই আয়ের পরিমাণ কমে হয় ৪ কোটি টাকা। বুধবার ৪ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে ছবিটি। আর তাতেই বর্তমানে ভিকি কৌশল অভিনীত ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিকের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৩৫ কোটি ৫৫ লাখ টাকায়।
বিশ্বজুড়ে ছাবা ছবিটি এখনও পর্যন্ত ৭২৭ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে বলেই জানা গিয়েছে। আর তাতেই এই ছবি রণবীর কাপুরের অ্যানিম্যালের রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। বিশ্বজুড়ে কালেকশনের নিরিখে ইতিমধ্যেই এই ছবি গদর ২, সুলতান, সঞ্জু, ইত্যাদির মতো ছবিকে টপকে গিয়েছে। আর ১৮ কোটি ঘরে তুলতে পারলেই রণবীরের ছবিকে টপকে যাবে।
অন্যদিকে স্ত্রী ২ ছবিটির ভারতীয় বক্স অফিস আয়কে টপকাতে ছাবার প্রয়োজন আরও ৬২ কোটির। তবে এটি কিন্তু শীঘ্রই পাঠান ছবিটির আয়কে ছাপিয়ে যেতে চলেছে। আর কয়েক কোটি ঘরে তুলে ফেললেই টপকে যাবে শাহরুখের ছবিকে, সেই ছবির মোট আয় ছিল ৫৪৩ কোটি টাকা। আপাতত এই ছবির আগে বর্তমানে রয়েছে পাঠান, অ্যানিম্যাল, স্ত্রী ২ এবং জওয়ান। ফলে ছাবা যে এখন বলিউডের সবথেকে বেশি ব্যবসা করা পঞ্চম ছবি সেটা বলাই যায়।
আরও পড়ুন: বাম-নেত্রী এবার অভিনেত্রী! কোন সিরিজের হাত ধরে বিনোদন জগতে পা রাখলেন দীপ্সিতা?
আরও পড়ুন: 'একটা থাপ্পড় লাগিয়ে আসব বাড়ি গিয়ে', কিরণের অভিযোগ খারিজ করতেই সায়ন্তকে জবাব দেবচন্দ্রিমার
ছাবা ছবিটি প্রসঙ্গে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে আছেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলছে অক্ষয় খান্নার। আশুতোষ রানা, দিব্যা দত্ত আছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ছত্তিশগড়, মধ্য প্রদেশ, গোয়া সহ একাধিক রাজ্যে এই ছবিতে কর মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিকের তারিফ করেছেন।