সদ্যই মুক্তি পেয়েছে ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো এবং জিগরা। বক্স অফিসে জোর টক্কর চলছে দুই ছবির। কিন্তু ৩ দিন পর আয়ের নিরিখে এগিয়ে রইল কে আলিয়া নাকি রাজকুমারের ছবি? উত্তরটা হবে রাজকুমার রাওয়ের ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো।
আরও পড়ুন: বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে হঠাৎ কী হল কোয়েলের! কেন বললেন, 'মানসিক সুস্থতা কামনা করি...'?
জিগরা ছবির বক্স অফিস কালেকশন
জিগরা ছবিটি ভারতীয় বক্স অফিসে মুক্তি পেতেই ৪ কোটি ৫৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে এটি ৬ কোটি ৫৫ লাখ টাকা আয় করেছে। তৃতীয় দিনে এই ছবির বক্স অফিস কালেকশন ৫ কোটি ৬৫ লাখ টাকা। ফলে রবিবার, ১৩ অক্টোবরের আয়ের পর আলিয়া ভাট অভিনীত জিগরা ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৫ লাখ টাকায়।
আরও পড়ুন: '২০২৪ ভীষণ স্বস্তিদায়ক একটা বছর...' পুজো শেষ হতে না হতেই কেন এমন লিখলেন সৃজিত?
ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো ছবির বক্স অফিস কালেকশন
১১ অক্টোবর আলিয়ার জিগরার সঙ্গেই মুক্তি পেয়েছিল ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো ছবিটি। এই ছবিটি প্রথম দিন থেকে একটু হলেও বক্স অফিস আয়ের নিরিখে এগিয়ে থেকেছে আলিয়ার ছবির তুলনায়। প্রথম দিন এটি ৫ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় দিন সেটা বেড়ে হয় ৬ কোটি ৯০ লাখ টাকা। তৃতীয় দিন সেটা কিছুটা কমে হয় ৬ কোটি ২৫ লাখ টাকা। ফলে এখন এটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৫ লাখ টাকায়।
জিগরা প্রসঙ্গে
জিগরা ছবিটিতে মুখ্য ভূমিকায় আলিয়া ভাট এবং বেদাঙ্গ রায়নাকে দেখা যাচ্ছে । ছবিটির পরিচালনা করেছেন ভাসান বালা। প্রযোজনার দায়িত্বে করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
আরও পড়ুন: করিম লালা থেকে দাউদ - ছোটা রাজন, বাবা সিদ্দিকির মৃত্যুতে ফের চর্চায় বলিউডের আন্ডারওয়ার্ল্ড যোগ
আরও পড়ুন:
ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো প্রসঙ্গে
ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো ছবিতে দেখা যাচ্ছে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরিকে। এটি একটি কমেডি ঘরানার ছবি।