প্রেম করছিলেন সেটা বি-টাউনের অনেকেই জানতেন। তবে ভিকি-ক্যাটরিনার সেই প্রেম কতটা সিরিয়াস ছিল, তা নিয়ে নিশ্চিত ছিলেন না অনেকেই। তবে সকলের ভাবনায় জল ঢেলে ২০২১-এর ৯ ডিসেম্বর চুপিসারে রাজস্থানের সওয়াই মাধোপুরে রাজকীয় কায়দায় বিয়েটা সেরে ফেলেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ। তাঁদের প্রেম পরিণতি পায়।
সেদিন ভিকি-ক্যাটরিনার আচমকা বিয়ের খবরে চমকে গিয়েছিলেন অনেকেই। কারণ, ভিকি-ক্যাট যে সত্য়িই বিয়ে করবেন এমনটা আশা করেননি অনেকেই। দুই পরিবারের উপস্থিতিতে বিয়েটা হয়েছিল। আর দেখতে দেখতে সেই বিয়ের পর একসঙ্গে ২ বছর কাটিয়েও ফেলেছেন ভিকি-ক্যাট। আজ ৯ ডিসেম্বর (২০২৩), শনিবার বলউডের এই 'লাভবার্ড'-এর আজ দ্বিতীয় বিবাহবার্ষিকী। চুপিচুপি বিয়ে করায়ভিকি-ক্যাটের বিয়ের অনেক মুহূর্তই এখনও অনুরাগীদের অদেখাই রয়ে গিয়েছে। তবে তাঁদের দ্বিতীয় বিবাহ-বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে ভিকি-ক্যাটের বিয়ের এক টুকরো অদেখা মুহূর্ত শেয়ার করেছেন পোশাক ডিজাইনার এবং স্টাইলিস্ট অনিতা শ্রফ আদাজানিয়া।
অনিতা শ্রফ আদাজানিয়ার ইনস্টাস্টোরিতে উঠে আসা ভিডিয়োতে তাঁকেও ভিকি-ক্যাটের সঙ্গে দেখা যায়। বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা লাল মটকা সিল্কের লেহেঙ্গা পরেছিলেন ক্যাটরিনা। পোশাকটি স্টাইলিং করেছিলেন অনিতা শ্রফ আদাজানিয়া নিজেই। ভিকি পরেছিলেন সোনালি রঙের শেরওয়ানি, একটা ম্যাচিং পাগড়ি সঙ্গে একটা সবুজ নেকপিস। ক্যাপশনে অনিতা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার প্রিয়তম (সঙ্গে হার্ট ইমোজি)। সেটা সবচেয়ে সুন্দর সময় ছিল।’
আরো পড়ুন-গুরুতর বিপদে 'সন্ধ্যাতারা' অভিনেত্রী অন্বেষা হাজরা, রাতভর জেগে, মেটেনি সমস্যা…
আরও পড়ুন-'আচ্ছা চালটা কতদিন চলে? সোনার হারটা সত্যিই দেয় তো?' রচনাকে একী প্রশ্ন করলেন রূপসা!

ভিকি-ক্যাটরিনা, সঙ্গে অনিতা শ্রফ আদাজানিয়া
প্রসঙ্গত, সম্প্রতি 'কফি উইথ করণ'-এ ভিকি ফাঁস করেছেন ক্যাটরিনাকে বিয়ে করার জন্য তিনি কীভাবে সেসময় হবু শাশুড়ি মা ও শ্যালিকাদের পটিয়েছিলেন। ভিকি জানিয়েছেন, ভিকি জানিয়েছেন তিনি ক্যাটরিনার প্রপোজ করেছিলেন বেশ নাটকীয় ভাবে। বিয়ের ১ দিন আগে নাকি হবু বউকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা।
এখানেই শেষ নয়, ভিকি জানিয়েছেন কোভিড থাকায় তিনি ক্যাটরিনার পরিবারের সঙ্গেও দেখা করতে পারেননি। বিয়ের মাত্র ১ সপ্তাহ আগে ক্যাটের মা সুজান টারকোটে এবং অভিনেত্রীর ভাইবোনদের সঙ্গে দেখা করেছিলেন ভিকি। অভিনেতার বাড়িতেই আয়োজিত একটা পার্টিতে সবাই একসঙ্গে বসে তাঁরা মদ্যপান করছিলেন এবং নাচ করেছিলেন।
ভিকির কথায়, প্রথমদিকে বাধো বাধো ঠেকলেও, পরে সব বরফ গলে যায়। পার্টির কয়েক ঘণ্টায় ‘টিপ টিপ বরসা পানি’-গানে সকলে মিলে নাচ করেন। যা ক্যাটরিনার পরিবারের সঙ্গে তাঁর আরষ্ঠতার বরফকে একেবারে গলিয়ে দেয়।