রাহা ও রণবীরের মিষ্টি মুহূর্তগুলি হামেশাই মন কেড়ে নেয় নেটিজেনদের। মঙ্গলবার রাতে পাপা কাপুরকে দেখা গেল মুম্বইয়ের এক বেসরকারি খেলার মাঠে মেয়ের সঙ্গে সময় কাটাতে। পুরো সয়টা দেখা গেল রাহা দৌড়াদৌড়ি করছে। আর মুখে লেগে ছিল ইয়াব্বড় একটা হাসিও।
রাহা ও রণবীর
বেশ কয়েকটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে রণবীর কাপুরকে টেনিস কোর্টের পাশে রাহার সঙ্গে খেলতে দেখা যায়। রাহা পরেছিলেন একটি সাদা শার্ট এবং প্যান্ট। বাবার চারপাশে ছুটোছুটি করছিলেন এই কিউটি পাই। আর একদম প্রো বাবার মতো, রাহাকে চোখের আড়ালও করতে দিচ্ছিলেন না ঋষি-কন্যা।
আরও পড়ুন: আচমকা পিতৃবিয়োগ! পাতাল লোক-এর প্রচার মাঝপথে ফেলেই দিল্লি ছুটলেন জয়দীপ আহলাওয়াত
আর পুরো সময়টা হাত নেড়ে নেড়ে বাবাকে কিছু বলতেও দেখা যায় রাহাকে। তারপর একটা সময় এসে হঠাৎই পড়ে যায় রাহা। তবে সেই সময়টা ছুটে আসেননি অভিনেতা মোটেও। সেখানে থাকা এক ব্যক্তি ধরার আগে, নিজেই নিজেকে সামলে নেয় রাহা। আর তারপর ছুট্টে গিয়ে জড়িয়ে ধরে বাবাকে। এরপর মেয়ের হাঁটু ঘষে দিতে দেখা গেল রণবীরকে, পড়ে যাওয়ার পর যেখানে সে ব্যথা পেয়েছে।
আরও পড়ুন: আলুর খোসা ভাজা, এটাই নাকি খেতে ভালোবাসেন বচ্চন বাড়ির সকলে! ফাঁস করলেন নভ্যা, দিদিমা জয়ার প্রিয়…
আরেকটি ভিডিয়োতে দেখা যায়, আলিয়া ভাটও একই মাঠে ছিলেন, তিনি কিছু পিকল বল নিয়ে অনুশীলন করছিলেন। একটি সাদা টপ এবং শর্ট প্যান্ট পরেছিলেন তিনি। আর মা যখন খেলায় ব্যস্ত, তখন রাহার সমস্ত দুষ্টুমি সামলানোর দায়িত্ব যায় রণবীরের উপরেই।
কাপুর পরিবার সম্প্রতি থাইল্যান্ডে ছুটি কাটিয়ে স্বাগত জানিয়েছে নতুন বছরকে। অভিনে্রী দিদি শাহিন ভাট তাঁর ইনস্টাগ্রামে থাইল্যান্ডের ছুটি থেকে বেশ কয়েকটি সুন্দর শট শেয়ার করেছেন। আলিয়াও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যায়, রণবীর তার গালে চুমু খাচ্ছেন এবং রাহা সেলফি ক্যামেরার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে, যেন তাকে ফেলে বাবার এভাবে মা-কে আদর করাটা সে কিছুতেই মেনে নিতে পারছে না।
রণবীর ও আলিয়াকে আগামীতে লাভ অ্যান্ড ওয়ার ছবিতে দেখা যাবে। একইসঙ্গে নীতেশ তিওয়ারির রামায়ণ অবলম্বনে যে সিনেমাটি আসছে তাতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। আর সীতা হবেন সাঁই পল্লবী।