বলিউডে যে এখন সিক্যুয়েল ট্রেন্ডিং সেটা নিঃসন্দেহে বলা যায়। স্ত্রী থেকে সিংঘম, টাইগার, গদর সহ একাধিক ছবির সিক্যুয়েল ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। আগামীতে ধুম, হাউজফুল, ভাগম ভাগ সহ একাধিক ছবির সিক্যুয়েল আসছে। আর এরই মাঝে জানা গেল আরও এক খুশির খবর। হিন্দি ছবির অন্যতম দুই জনপ্রিয় এবং আইকনিক ছবি ৩ ইডিয়টস এবং মুন্না ভাইয়ের সিক্যুয়েল আসতে চলেছে। আর সেই সুখবর শোনালেন ১২ ফেল ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া।
আরও পড়ুন: বলিউড-দক্ষিণ নয়, টলিউডও পারে, প্রমাণ করলেন দেব! অ্যাকশন থেকে নাচ-গানে ঠাসা খাদান কেমন হল?
৩ ইডিয়টস এবং মুন্নাভাইয়ের সিক্যুয়েল নিয়ে কী বললেন বিধু বিনোদ চোপড়া?
সম্প্রতি বিধু বিনোদ চোপড়া তাঁর একটি ডকুমেন্টারি ছবির প্রচারে এসে এই দুই ছবির সিক্যুয়েলের কথা বলেন। তিনি এদিন কথা প্রসঙ্গে দৈনিক ভাস্করকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'আমি ২ ইডিয়টস এবং মুন্নাভাই ৩, দুটো ছবিই লিখছি। আর তাছাড়া আমি চেষ্টা করছি যাতে বাচ্চাদের জন্য একটা ছবি বানানো যায়। যদিও এখনও সেই ছবির নাম ঠিক করা হয়নি। এছাড়া আমি একটা হরর কমেডি লিখছি, সেটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে।'
বিধু বিনোদ এদিন আরও বলেন, 'প্রথমে আমরা ১ থেকে ২ বছর ধরে লিখব, তারপর সেটা থেকে ছবি বানানো হবে। আমার মনে হয় ২ ইডিয়টস এবং মুন্নাভাই ৩ শীঘ্রই আসবে।'
বলাই বাহুল্য ভারতীয় দর্শকদের কাছে এ এক দারুণ খুশি খবর। বিশেষ করে যেখানে এতদিন জল্পনা কল্পনা চলার পর তাতে খোদ এক পরিচালক সিলমোহর লাগালেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বিধু বিনোদ চোপড়ার এই আসন্ন ডকুমেন্টারি ছবিটি তিনি তাঁর সুপারহিট ছবি ১২ ফেলের নির্মাণ কীভাবে হয়েছিল সেটা নিয়ে বানিয়েছেন।
উক্ত সাক্ষাৎকারে বিধু বিনোদ চোপড়া এও জানিয়েছেন, 'আমি এতদিন মুন্নাভাই এবং ৩ ইডিয়টসের ২-৩ টি সিক্যুয়েল বানিয়ে ফেলতাম। অনেক টাকা আয় করে ফেলতে পারতাম। বড় গাড়ি, বড় বাড়ি কিনতে পারতাম। কিন্তু এগুলো ভালো ছবি হতো না। ওগুলো নিয়ে কথা বলতে আমার ভালো লাগতো না কারণ আমি জানতাম আমি অর্থের জন্য কাজে কম্প্রোমাইজ করেছি।' তাই তিনি যে স্ক্রিপ্টের উপর বেশি জোর দিচ্ছেন, সেটাকে নিখুঁত বানানোর চেষ্টা করছেন সেটা বুঝিয়ে দেন।
আরও পড়ুন: 'ও সাইজ বুঝতে পারে না', বিয়ের বছর ঘুরতে চলল, কাঞ্চনের নামে কী অভিযোগ করলেন শ্রীময়ী?
এই বিষয়ে বলে রাখা ভালো ৩ ইডিয়টস এবং মুন্নাভাই ফ্র্যাঞ্চাইজির দুটো ছবি অর্থাৎ লাগে রাহো মুন্নাভাই এবং মুন্নাভাই এমএমবিএস ছবি তিনটিই রাজকুমার হিরানি পরিচালনা করেছেন এবং প্রযোজক ছিলেন বিধু বিনোদ চোপড়া। মুন্নাভাই হিসেবে সঞ্জয় দত্তকে দেখা গিয়েছিল। অন্যদিকে ৩ ইডিয়টস ছবিটিতে আমির খান, আর মাধবন এবং শর্মন যোশী ছিলেন। উক্ত ৩ টি ছবি যে কেবল বক্স অফিসে দারুণ ভাবে সফল সেটাই নয়। তিনটি ছবিই ভারতীয় ছবির দুনিয়ায় আইকনিক।