কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে আসতে চলেছেন রুহ বাবা এবং মঞ্জুলিকা। ওরফে কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান। তাঁদের আগামী ছবি ভুল ভুলাইয়া ৩ এর প্রচারে আসছেন তাঁরা। আর এখানে অমিতাভ বচ্চনের সঙ্গে খেলতে এসেই এক দুর্দান্ত ঘটনা ঘটিয়ে ফেললেন বিদ্যা বালান।
কী ঘটেছে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর মঞ্চে?
এদিন বিদ্যা বালানকে তাঁর একটি বহুদিনের শখ পূরণ করতে দেখা যাবে। তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে এই পর্বে নাচ করবেন। তাও বিগ বির একটি গানেই। দিলবর মেরে গানটির সুরে অমিতাভ বচ্চনের হাত ধরে বাচ করবেন পর্দার মঞ্জুলিকা। ফ্যান গার্ল মোমেন্টে লজ্জায় রীতিমত লাল হয়ে যান তিনি। তেমনই ঝলক প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। পাশে বসে হাসতে দেখা যায় রুহ বাবা কার্তিক আরিয়ানকে।
কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর মঞ্চে কার্তিক আরিয়ান কী জানালেন?
এদিন সোনি টিভির তরফে আরও একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর। সেখানে অমিতাভ বচ্চন কার্তিক আরিয়ানকে জিজ্ঞেস করেন তিনি কতটা প্রস্তুতি নিয়ে এসেছেন এই শোয়ের জন্য। জবাবে রুহ বাবা জানান তিনি বিদ্যা বালানের ভরসায় এসেছেন কারণ তাঁর নামই বিদ্যা।
প্রসঙ্গত এই পর্বটি আগামী ১৮ অক্টোবর সম্প্রচারিত হবে সোনি টিভিতে। রাত ৯ টা থেকে দেখা যাবে এই শো। সেখানেই এদিন ভুল ভুলাইয়া ৩ ছবির প্রচারে আসবেন তাঁরা।
আরও পড়ুন: একটানা বৃষ্টিতে নাজেহাল চেন্নাই, জলমগ্ন হয়ে পড়ল রজনীকান্তের বাংলোও!
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
আগামী ১ নভেম্বর মুক্তি পেতে চলেছে ভুল ভুলাইয়া ৩। আনিস বাজমি পরিচালিত এই ছবিতে আবারও রুহ বাবা হয়ে ধরা দেবেন কার্তিক আরিয়ান। মঞ্জুলিকা হয়ে ফিরবেন বিদ্যা বালান। থাকবেন মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরিও। বক্স অফিসে এই ছবির সঙ্গে টক্কর জমবে রোহিত শেট্টির তারকা খচিত ছবি সিংঘম এগেন।