বলিউডের অন্দরের না হলেও নিজের জায়গা পাকা করেছেন বিদ্যা বালন বর্তমানে। দ্য ডার্টি পিকচার, কাহানি, বেগম জানের মতো ছবি দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। সম্প্রতি সাক্ষাৎকারে এক পরিচালকের সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া নিয়ে মুখ খুললেন। হিউম্যানস অফ বোম্বেকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিদ্যাকে প্রশ্ন করা হয়েছিল শোবিজের দুনিয়ায় কাস্টিং কাউচ নিয়ে। যাতে অভিনেত্রী প্রকাশ করেন তিনি ভাগ্যবান যে তাঁকে ‘কাস্টিং কাউচের মুখে পড়তে হয়নি’। তবে একবার এক পরিচালক জোর দিয়েছিলেন তাঁর হোটেল রুমে গিয়ে দেখা করতে। যাতে বেশ একটু চালাকিই করেছিলেন অভিনেত্রী। হোটেলের দরজা খোলা রেখেছিলেন যাতে সেই লোকটি বুঝতে পারে তাঁর জন্য একমাত্র সুযোগ হল ‘বেরিয়ে যাওয়া’।
সাক্ষাৎকারে বিদ্যা বালন বলেছিলেন, ‘আমি আসলে কাস্টিং কাউচের মুখে সেভাবে কোনওদিনই পড়িনি। আমি খুব, খুবই ভাগ্যবান, কারণ আমি এরকম ভয়ংকর গল্প অনেক শুনেছি, এবং এটি আমার বাবা-মায়ের সবচেয়ে বড় ভয় ছিল, এই কারণেই ওরা আমাকে চলচ্চিত্রে যোগদান করতে নিষেধ করেছিল। কিন্তু আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। আমার মনে আছে, একটা ছবিতে আমি চুক্তিবদ্ধও হয়েছিলাম। আমি পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কারণ আমি একটা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তখন চেন্নাই গিয়েছিলাম।’ তিনি যোগ করেছেন যে, তাঁরা প্রথমে একটি কফি শপে দেখা করেন, কিন্তু পরে ‘পীড়াপীড়ি শুরু করে দেন যাতে আমরা ওর ঘরে গিয়ে আড্ডা দিই’।
‘কী করা উচিত আমি বুঝতে পারিনি, কারণ আমি একা ছিলাম’, বিদ্যা বালান বলেন। সঙ্গে জুড়ে দেন, ‘আমি এরপর খুব স্মার্ট একটা জিনিস করি। আমরা রুমে গিয়ে দরজা খোলা রেখে গেলাম। এবং তাতে তিনি বুঝে যান তাঁর জন্য একমাত্র উপায় বেরিয়ে যাওয়া। তাই, আমি সত্যিই বিশ্বাস করি না যে কাস্টিং কাউচের সঙ্গে আমার অভিজ্ঞতা হয়েছে। সেখানে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। কিন্তু এটি একটি অনুভূতি ছিল। যা বুঝতে পেরেই আমি আত্ম-সংরক্ষণ শুরু করি। আর এটা যে কোনও মহিলার সহজাত প্রবৃত্তি।এবং তারপরে আমি সেই চলচ্চিত্র থেকে ছিটকে পড়ি।’
কাজের সূত্রে, বিদ্যা বালানকে শেষবার শেফালি শাহের সঙ্গে সমালোচক-প্রশংসিত সিনেমা জলসাতে দেখা গিয়েছে । তার আসন্ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে নিয়ত এবং লাভারস।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)