বিদ্যা বালান অভিনীত ছবি দো অউর দো পেয়ার মুক্তি পেতে চলেছে শীঘ্রই। সেখানে অভিনেত্রীর সঙ্গে প্রতীক গান্ধী, সেন্ধিল রামামূর্তি, ইলিয়ানা ডিক্রুজ থাকবেন। এই ছবির প্রচারে এসেই বিদ্যা বালান তাঁর অভিজ্ঞতা থেকে বেশ কয়েকটি কথা ভাগ করে নেন সকলের সঙ্গে। অভিনেত্রী জানান মহিলাকেন্দ্রিক ছবি করতে গিয়ে ইন্ডাস্ট্রিতে তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন। বিদ্যা জানান বলিউডে এমন অনেক অভিনেতা আছেন যাঁরা মহিলাকেন্দ্রিক ছবি করতে চান না।
আরও পড়ুন: ভোটের ময়দানের লড়াইকে সরিয়ে 'বন্ধু' রচনার পাশে লকেট, মিমের বিরোধিতা করে বললেন, 'খারাপ লাগে এসব...'
কী জানালেন বিদ্যা বালান?
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এদিন বিদ্যা বালান এই ইন্ডাস্ট্রি সম্পর্কে তাঁর মত কী সেটাই ভাগ করে নেন। একই সঙ্গে জানান অভিনেতারা আজও মহিলাকেদ্রিক ছবিতে কাজ করতে অস্বস্তিবোধ করেন। রাজি হতে চান না।
আরও পড়ুন: বাইকে বসেই সলমনের বাড়িকে তাক করে গুলি বিষ্ণোই গ্যাংয়ের! প্রকাশ্যে সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ
বিদ্যা বালান এদিন তাঁর সাক্ষাৎকারে জানান ইন্ডাস্ট্রি এগোলেও, মহিলাকেন্দ্রিক ছবি করতে আজও অস্বস্তিবোধ করেন পুরুষরা। তাঁরা চান না মহিলারা স্পটলাইট পান। তবে অভিনেতার দাবি এতে আখেরে অভিনেতাদেরই লোকসান তাঁরা মহিলাকেন্দ্রিক এই দারুণ, অভিনব ছবিগুলোর অংশ হতে পারেন না।
প্রসঙ্গত বিদ্যা বালান বরাবরই মহিলাকেন্দ্রিক ছবি করে এসেছেন তাঁর কেরিয়ারে। সে নো ওয়ান কিলড জেসিকা হোক বা দ্য ডার্টি পিকচার, কাহানি, বা অন্য ছবি। আগামীতে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি দো অউর দো পেয়ার।
দো অউর দো পেয়ার প্রসঙ্গে
এই ছবিটি আগামী ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে। এটি একটি কমেডিতে ভরপুর রোম্যান্টিক ছবি। এখানে মুখ্য ভূমিকায় বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডিক্রুজ, সেন্ধিল রামমূর্তিকে দেখা যাবে। প্রসঙ্গত মা হওয়ার পর এটাই ইলিয়ানার প্রথম ছবি। বিবাহিত জুটিদের এই গল্প বলবেন শীর্ষ গুহঠাকুরতা।