কাহানি বলুন বা ভালো থেকো, কিংবা পরিণীতা বা ভুল ভুলাইয়ার মঞ্জুলিকা বারেবারে দর্শক তাঁকে পেয়েছে বাঙালি চরিত্রে। এই তো কিছুদিন আগেই দর্শকরা তাঁকে মঞ্জুলিকা হিসেবে ফের বড় পর্দায় পেল। বাংলার সঙ্গে এই নিবিড় যোগাযোগ নিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কী জানালেন বিদ্যা বালান? গৌতম হালদারের বিষয়ে কথা বলতে গিয়েও এদিন। ভিজল নায়িকার চোখ।
আরও পড়ুন: অতিরিক্ত রক্তক্ষরণে এখনও দুর্বল, ভর্তি হাসপাতালেই! তবে রাঙামতি তীরন্দাজ থেকে সরে যাচ্ছেন মধুরিমা?
বাংলা নিয়ে কথা বলতে গিয়ে কী বললেন বিদ্যা বালান?
সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন বিদ্যা বালান। এসেছিলেন কালো কালো বোমকাই শাড়ি পরে। খোঁপায় ছিল ফুল। সঙ্গে মানানসই গয়না, সাজ। এদিন তিনি বাংলার সঙ্গে তাঁর এই যোগের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমি এই বাংলার, বাঙালির। তাই আমার কাজে এত বাংলা যোগ।' তিনি এদিন আরও জানান তাঁর সত্যিই জানা নেই, তাঁর সঙ্গে কীভাবে এত বাংলা যোগ ঘটে। তবে অভিনেত্রীর বিশ্বাস, বাংলার সঙ্গে তাঁর কিছু তো একটা যোগ আছে। হয়তো সেটা পূর্বজন্মের কোনও টান। তিনি এদিন রাহুল দেব বর্মনের গান তোমাতে আমাতে দেখা হয়েছিল গেয়ে শোনান দর্শকদের অনুরোধে। কথাও বলেছেন মূলত বাংলায়।
এদিন বিদ্যা বালান জানান তিনি যে শাড়িটি পড়ে এসেছেন সেটা তাঁর প্রথম ছবি ভালো থেকোর পরিচালক গৌতম হালদারের দেওয়া। এদিন সাংবাদিক সম্মেলন হাজির ছিলেন প্রয়াত পরিচালকের মেয়ে। তাঁর দিকে তাকিয়ে তিনি এছাড়াও করেন। জানান, 'দাদা আমায় এই শাড়িটি দিয়েছিলেন। আমার খুব পছন্দের এটি। খুব যত্ন করে রেখে দিয়েছি আমার প্রথম পরিচালকের দেওয়া বলে কথা।' এদিন গৌতম হালদারের বিষয়ে কথা বলতে গিয়ে চোখের কোন ভিজে যায় বিদ্যার। কেবল স্মৃতি হাতড়ে কথা বলা নয়, গৌতম হালদারের জন্য নীরবতাও পালন করেছেন তিনি।
আরও পড়ুন: অস্কারের দৌড়ে রয়েছেন বিক্রম ঘোষও! গান মনোনীত হতেই আবেগঘন শিল্পী বললেন 'আমাদের ভালোবাসার ফসল...'
এদিন বিদ্যা বালানের কথায় উঠে এসেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথাও। জানিয়েছেন তিনি প্রয়াত অভিনেতাকে জেঠু বলে ডাকতেন।