জনপ্রিয় অভিনেতা তো তিনি বটেই। তবে বলিউডের তারকা হওয়া ছাড়াও ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবেও দারুণ খ্যাত বিদ্যুৎ জামওয়াল। প্রায়শই নেটমাধ্যমে নিজের শরীরচর্চার ভিডিয়ো আপলোড করে নিজের ফ্যানদের ফিট থাকার ব্যাপারে উজ্জীবিত করেন তিনি। এছাড়াও মাঝেমধ্যেই নিজের নানারকম অ্যাকশন এবং অ্যাডভেঞ্চারের ককটেলের ভিডিয়োও পোস্ট করেন। সম্প্রতি, এমন একটি ভিডিয়ো পোস্ট করেছেন এই 'কম্যান্ডো' ছবির তারকা, যা দেখে চোখ কপালে উঠেছে নেটপাড়ার বাসিন্দাদের। এবং তা দেখে নেটপাড়া এতটাই মুগ্ধ যে বিশ্ব বিখ্যাত টেলিভিশন প্রেজেন্টার বেয়ার গ্রিলসের সঙ্গে বিদ্যুতের তুলনা তো করেছে তাঁরা, সঙ্গে বেয়ার গ্রিলসের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’ তাঁকে সরিয়ে বিদ্যুতকে রাখার আবদারও করেছেন কেউ কেউ!
বিদ্যুৎ জ্যামওয়ালের পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে বরফ ঘেরা এক জায়গায় শীত পোশাক, বুট পরে দাঁড়িয়ে রয়েছেন বিদ্যুৎ।একটু দূরেই সারি দিয়ে দেখা যাচ্ছে পাইন,দেবদারু গাছের জঙ্গল। এরপর হঠাৎ নিজের পোশাক খুলে ওই বরফের মধ্যে জেগে থেকে কনকনে ঠান্ডা জলের পুকুরে বক্সার পরা ঝাঁপ দিয়ে পড়লেন বিদ্যুৎ! ওই বরফ ঠাণ্ডা জলে দিব্যি হাসিমুখে বেশ খানিকক্ষণ সাঁতারও কেটে ফেললেন। আর বিদ্যুতের এই দুঃসাহসিক ভিডিয়ো দেখে শিউরে ওঠার পাশাপাশি এই বলিউড তারকাকে কুর্ণিশও জানিয়েছে নেটপাড়া। এক নেটিজেন তো বিদ্যুতকে 'রিয়েল হিরো'-র আখ্যাও দিয়ে দিলেন।
তা কেন এরকম করলেন বিদ্যুৎ? সে জবাবও নিজের পোস্ট করার এই ভিডিয়োর ক্যাপশনে দিয়েছেন তিনি। নেটপাড়ার বাসিন্দাদের উদ্দেশে বিদ্যুৎ বলছেন, 'যে কোনও রকমের ব্যাথা, চোট থেকে উপশম পাওয়া যাবে এটি করলে। অবশ্যই কখনও না কখনও চেষ্টা করে দেখবেন। আরাম পাবেন।'সঙ্গে তাঁর আরও সংযোজন, ' যদি কেউ কখনও আপনাকে বলে যে কোনও কাজ আপনার পক্ষে কঠিন হবে কিংবা পারবেন না, সেকথা মেনে নেবেন না। চেষ্টা করুন। স্রেফ করে ফেলুন। নিজের সীমানা ভেঙে এগিয়ে যান!'