বাংলা নিউজ > বায়োস্কোপ > Cannes Film Festival: কানে গিয়ে 'স্পাইডার ম্যান'-এর সঙ্গে দেখা ভিগনেশের, ছবি দিলেন অনুরাগের সঙ্গেও

Cannes Film Festival: কানে গিয়ে 'স্পাইডার ম্যান'-এর সঙ্গে দেখা ভিগনেশের, ছবি দিলেন অনুরাগের সঙ্গেও

কান ফিল্ম ফেস্টিভ্যালে টোবে ম্যাগুইরে এবং অনুরাগ কাশ্যপের সঙ্গে ভিগনেশ শিবন।

বর্তমানে ফ্রান্সে রয়েছেন দক্ষিণী পরিচালক ভিগনেশ শিবন। কান ফিল্ম ফেস্টিভ্যালে টোবে ম্যাগুয়েরের সঙ্গে দেখা হওয়ার পর একটি সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নিয়েছেন তিনি। অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা হওয়ার পর ছবির জন্য পোজও দিয়েছেন ভিগনেশ।

কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে উড়ে গিয়েছেন পরিচালক ভিগনেশ শিবন। অভিনেতা টোবে ম্যাগুয়েরের সঙ্গেও ছবি শেয়ার করেছেন তিনি। উৎসবে যোগ দেওয়ার পর পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গেও দেখা হয় তাঁর। দুজনে একসঙ্গে ছবিও তুলেছেন। সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ছবি শেয়ার করেছেন ভিগনেশ।

রবিবার ইনস্টাগ্রামে ‘স্পাইডার ম্যান’ অভিনেতা টোবে ম্যাগুইরের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন ভিগনেশ। ছবিতে ভিগনেশ এবং টোবে দুজনেই সাদা শার্ট, কালো ব্লেজার এবং প্যান্ট পরেছিলেন। এই ছবি শেয়ার করে পরিচালক লিখেছেন, ‘বিশ্ব প্রিমিয়ারে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী স্পাইডারম্যানের সঙ্গে’।

আরও পড়ুন: KKR-তারকা রিঙ্কু সিংয়ের পরিবারে সদস্যদের কে কী করেন, চিনে নিন তাঁদের

পরিচালক অনুরাগ কাশ্যপও কান থেকে ভিগনেশ এবং প্রদীপ রঙ্গনাথনের সঙ্গে ছবি শেয়ার করেছেন। ছবিতে অনুরাগকে একটি প্রিন্টেড কালো হুডি এবং মেরুন প্যান্টে দেখা গিয়েছে। টি-শার্টের সঙ্গে চারকোল ডেনিম জ্যাকেট এবং ম্যাচিং প্যান্ট বেছে নিয়েছিলেন ভিগনেশ। কালো শার্ট এবং বেইজ রঙের ট্রাউজার পরে দেখা মিলেছে প্রদীপের। অপর একটি ছবিতে ভিগনেশ এবং অনুরাগ একে অপরের দিকে ইশারা করে পোজ দিয়ে হাসছেন।

অনুরাগ ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘কোনও না কোনও ভাবে আমাদের এখানে দেখা হয়-ই। @wikkiofficial এবং আমি .. এবং এই বার ওয়ান্ডার কিড @pradeep_ranganathan তাঁর প্রথম @festivaldecannes ভ্রমণে যোগ দিয়েছে। সিনেমা দেখা, আলোচনা এবং খাওয়াদাওয়া’।

ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টটি শেয়ার করে ভিগনেশ লিখেছেন, ‘প্রতিভাদের সঙ্গে’! তিন জনের ছবি একসঙ্গে শেয়ার করে ভিগনেশ লিখেছেন, 'আমার প্রিয় দুই পরিচালক! এবং কয়েকজন দুর্দান্ত অভিনেতা'।

<p>ভিঘ্নেশ ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগের পোস্ট শেয়ার করেছেন।</p>

ভিঘ্নেশ ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগের পোস্ট শেয়ার করেছেন।

প্রদীপ রঙ্গনাথনের সঙ্গে পরবর্তী প্রোজেক্টের কাজ শুরু করেছেন ভিগনেশ। শিরোনামহীন তামিল প্রোজেক্টের কাজ নিয়ে এখন ব্যস্ত তাঁরা। শোনা যাচ্ছে ওই রোম্যান্টিক কমেডি ছবির নাম ‘LIC’ হতে পারে।

কান চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘কেনেডি’-র প্রিমিয়ারের জন্য পৌঁছেছেন অনুরাগ কাশ্যপ। ‘কেনেডি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন, রাহুল ভাট এবং অভিলাষ থাপলিয়াল। এটি 'কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩'-এ মিডনাইট স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়েছে।

বন্ধ করুন