বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ট্রোলিংয়ের মুখোমুখি হতে হবে…' সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে রিক্রিয়েটের দৃশ্য নিয়ে মুখ খুললেন বিহান

'ট্রোলিংয়ের মুখোমুখি হতে হবে…' সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে রিক্রিয়েটের দৃশ্য নিয়ে মুখ খুললেন বিহান

অনন্যা পান্ডে ও বিহান সম্রাট সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানী বিয়ে রিক্রিয়েট করছে

অনন্যা এবং বিহান সম্রাটকে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানী বিয়ের রিক্রিয়েট করতে দেখা গিয়েছে। আর তা দেখে অনেকেই ট্রোল শুরু করেছেন। তবে অনন্যা এবং বিহান ট্রোলের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন বলে জানান বিহান।

নতুন ওটিটি সিরিজ 'কল মি বে'- তে অনন্যা পান্ডেকে দিল্লির একজন সোশ্যালাইটের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। সিরিজে দেখা গিয়েছে অনন্যা পান্ডের চরিত্রটি সব কিছু হারিয়ে, নিজেকে খুঁজেতে মুম্বইতে আসে। এই সিরিজে অনন্যার চরিত্রটির একটি বিয়ের দৃশ্যও রয়েছে। সেখানে অনন্যা এবং বিহান সম্রাটকে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানী বিয়ের রিক্রিয়েট করতে দেখা গিয়েছে। আর তা দেখে অনেকেই ট্রোল শুরু করেছেন। তবে অনন্যা এবং বিহান ট্রোলের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন বলে জানান বিহান। পাশাপাশি তিনি এও জানান সিদ্ধার্থ এবং কিয়ারার ওই বিশেষ মুহূর্ত তাঁরা ঠিক করে রিক্রিয়েট করতে পারবেন কিনা তা নিয়ে তাঁরা যথেষ্ঠ দ্বিধায় ছিলেন।

সিরিজের দেখানো হয়েছে বিয়ের দৃশ্যে অনন্যার চরিত্র 'বে' বিহানের চরিত্র 'অগস্ত্য চৌধুরী'কে বিয়ে করছে। 'বে'-কে একেবারে কিয়ারার মতো করে এন্ট্রি নিতে দেখা গিয়েছে। সঙ্গে কিয়ারা যেমন তাঁর বিয়েতে একটি কাল্পনিক দড়িতে টানার ভঙ্গি করেছিলেন, অনন্যাকেও তা করতে দেখা গিয়েছে। এছাড়া অনন্যা কিয়ারার সঙ্গে রংমিলান্তি করে গোলাপি রঙের লহেঙ্গায় সেজে উঠেছিলেন।

আরও পড়ুন: সুপার বেবি রাজ-কন্যা ইয়ালিনি! মাত্র ১০ মাস বয়সে শুভশ্রীর মেয়ে দাঁড়িয়ে নিজের পায়ে

এছাড়াও সিদ্ধার্থ-কিয়ারা যে ভাবে একে অপরের দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার করেছিলেন, সেই ভঙ্গিটিও ফুটিয়ে তোলেন অনন্যা বিহান। তাছাড়াও সিদ্ধার্থ ২০২২ সালে তাঁর বিয়ের সময় যেমন ভাবে ঘড়ি দেখেছিলেন ‘অগস্ত্য’ও তেমন ভঙ্গিতেই ঘড়ি দেখে অধৈর্য প্রকাশ করেন।

ডিএনএ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে, বিহান দৃশ্যটি সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা সবাই সেই দৃশ্যটি পুনরায় তৈরি করতে গিয়ে খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। এটি আইকনিক। সবার মনে গেঁথে আছে, তাই প্রথম যখন দেখেছিলাম মনে হয়েছিল এত সুন্দর কীভাবে হতে পারে।’

আরও পড়ুন: ‘কয়েক ঘন্টার জন্য দেখতাম…’, ছোটবেলায় বাবার ২য় বিয়ে! বাড়ন্ত বয়সে ধর্মেন্দর সঙ্গে কেমন সম্পর্ক, জবাব ববির

তিনি জানান যে, অভিনেতা এবং নির্মাতারা ট্রোলিংয়ের ভয় পেয়েছিলেন কারণ তাঁরা ভেবেছিলেন যে দর্শকরা এটি সিড-কিয়ারাকে নিয়ে রসিকতা করা হচ্ছে বলে মনে করতে পারেন। বহান বলেন, ‘এমনকি যখন শোটি মুক্তি পেয়েছিল, আমরা এই দৃশ্যটা পুনরায় তৈরি করার জন্য ট্রোলিংয়ের মুখোমুখি হতে হবে তা নিয়ে নিশ্চিত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘সিরিজের যে সব দৃশ্যগুলি আমার পছন্দের এটা তার মধ্যে অন্যতম। এটি শুট করা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমি ব্যক্তিগতভাবে সিদ্ধার্থ এবং কিয়ারাকে ভালবাসি, তাই পর্দায় তাঁদের জীবনের বড় দিনটিকে পুনরায় ফুটিয়ে তোলা আমার আকছে অতন্তয বড় ব্যাপার।’

'কল মি বে' পরিচালনা করেছেন কলিন ডি'কুনহা। শোতে গুরফতেহ পিরজাদা, বীর দাস, বরুণ সুদ, মুসকান জাফরি, এবং লিসা মিশ্র প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

বায়োস্কোপ খবর

Latest News

‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.