গোপনে বাগদান সেড়েছেন সবে দু-দিন হল, এবার মাঝেই বড় দুর্ঘটনার হাত থেকে বারত জোরে প্রাণে বাঁচলেন বিজয় দেবারাকোন্ডা। সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দক্ষিণী সুপারস্টার। দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার এনএইচ-৪৪ এ। অভিনেতা একা নন, গাড়িতে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। জানা গিয়েছে, একটি বোলেরো গাড়ি হঠাৎ ডানদিকে মোড় নেয়, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বোলেরোর চালক হঠাৎ বিজয়ের গাড়িতে ধাক্কা দেন।
স্বস্তির বিষয় হল বিজয় দেবেরাকোন্ডা এবং তার পরিবারের কোনও সদস্যই দুর্ঘটনায় আহত হননি। সবাই সম্পূর্ণ নিরাপদে আছেন। দুর্ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ক্রমেই ভাইরাল হচ্ছে। ভিডিওতে বিজয়ের ক্ষতিগ্রস্ত গাড়ির বেহাল দশা দেখা যাচ্ছে। ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবলির কাছে এই ঘটনা ঘটে যখন বিজয় তার পরিবারের সঙ্গে পুট্টাপার্থী থেকে ফিরছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বিজয়ের সুস্থতার খবর জেনে স্বস্তি প্রকাশ করেছেন। বিজয় ভক্তদের আপডেট দিয়ে পোস্টটি শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘সব ঠিক আছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা সবাই সুস্থ আছি, সবেমাত্র বাড়ি ফিরে এসেছি। মাথা ব্যথা হলেও বিরিয়ানি খেয়ে ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই খবরে বিরক্ত হবেন না।’
প্রসঙ্গত, বিজয় দেবেরাকোন্ডা সম্প্রতি গোপনে বাগদান সেরেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দন্নার সঙ্গে। চুপিচুপি আংটি বদলের পরপরই এল এই ভয়ানক খবর। এমন পরিস্থিতিতে ভক্তরা প্রথমে নার্ভাস ছিলেন, কিন্তু এখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে তাদের প্রিয় অভিনেতা পুরোপুরি সুস্থ আছেন এবং পরিবারের সদস্যরাও নিরাপদে আছেন।