বাংলা নিউজ > বায়োস্কোপ > Vijay Deverakonda: 'অহঙ্কারী' বিজয়ের মন্তব্যে বেজায় চটেছেন হল মালিক! মান ভাঙাতে ছুটে যান 'লাইগার'

Vijay Deverakonda: 'অহঙ্কারী' বিজয়ের মন্তব্যে বেজায় চটেছেন হল মালিক! মান ভাঙাতে ছুটে যান 'লাইগার'

বিজয় দেখা করলেন মনোজের সঙ্গে।

বিজয়ের মন্তব্য শুনে তাঁকে 'অহঙ্কারী' বলে দাগিয়েছিলেন বর্ষীয়ান মনোজ। 'ভুল বোঝাবুঝি' দূর করতে তাই তাঁর সঙ্গে দেখা করতে যান বিজয়।

বক্স অফিসে ঝড় তুলবে 'লাইগার'। আত্মবিশ্বাসী ছিলেন বিজয় দেবেরাকোন্ডা। আর যদি বয়কটের ডাক ওঠে? 'কে আটকে দেখে নেব', উত্তর দিয়েছিলেন দক্ষিণী তারকা। বিজয়ের কাছে যা আত্মবিশ্বাস, তা-ই অহঙ্কার বলে মনে করেছিলেন মনোজ দেশাই। গেইটি গ্যালাক্সি এবং মরাঠা মন্দিরের মতো প্রেক্ষাগৃহগুলির এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি।

বিজয়ের মন্তব্য শুনে তাঁকে 'অহঙ্কারী' বলে দাগিয়েছিলেন বর্ষীয়ান মনোজ। 'ভুল বোঝাবুঝি' দূর করতে তাই তাঁর সঙ্গে দেখা করতে যান বিজয়। নিজের মন্তব্যের জন্য মনোজের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। হাসিমুখে একসঙ্গে লেন্সবন্দিও হয়েছেন দু'জনে।

দিন কয়েক আগে এক সংবাধ্যমকে মনোজ বলেন, 'দর্শক ছবি না দেখায় তাপসী পান্নুর কী অবস্থা হয়েছে? আমির খানের 'লাল সিং চাড্ডা' বা অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'-এর কী অবস্থা হয়েছে? আপনি ছবি বয়কট করার কথা বলছেন! এ রকম করলে মানুষ ওটিটিতেও আপনার ছবি দেখবে না। অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে।'

(আরও পড়ুন: নেটমাধ্যমে ‘বয়কট লাইগার’ রব, ‘লড়াইয়ের জন্য প্রস্তুত’, বললেন বিজয় দেবেরাকোন্ডা)

 

মনোজের সঙ্গে বিজয়ের দেখা করার সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকেই। নেটমাধ্যমে একজন লিখেছেন, 'ভুল বোঝাবুঝি দূর করার জন্য উনি সত্যিই অনেক চেষ্টা করেছেন।' আবার বিজয়ের উদ্দেশে অন্যজনের টিপ্পনি, 'আপনি সবাইকে খুশি করতে পারবেন না।'

(আরও পড়ুন: প্রোমোশনে মুম্বইয়ের লোকাল ট্রেনে বিজয়-অনন্যা, ট্রেনেই শুয়ে পড়লেন অভিনেতা)

বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি 'লাইগার'। জানা যাচ্ছে, শনিবার মাত্র সাড়ে সাত কোটি আয় করে এই ছবি।

২৫ মুক্তি পেয়েছে ধর্ম প্রোডাকশনস প্রযোজিত 'লাইগার'। এই ছবির মাধ্যমেই বলিউডে হাতেখড়ি হয় দক্ষিণী তারকা বিজয়ের। কিন্তু শুরুতেই বিপত্তি! 'বয়কট' ঝড়ে বলিউড যখন বিধ্বস্ত, তখনই নানা টরেন্ট সাইটে ফাঁস হয়ে গিয়েছে ছবিটি। তামিলরকার্জ, ফিল্মিজিলা, মুভিরুলজ নামে একাধিক সাইটে পাওয়া যাচ্ছে বহু প্রতীক্ষীত এই স্পোর্টস ড্রামা।

'লাল সিং চাড্ডা', 'রক্ষা বন্ধন'-এর মতো বড় বাজেটের ছবিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর 'লাইগার'-এর উপর ভরসা রাখা হয়েছিল। কিন্তু এই ছবিও আশানুরূপ ব্যবসা করতে পারল না।

বন্ধ করুন