গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলায় যোগ দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সাধারণ মানুষ তো বটেই, প্রয়াগরাজে এসেছেন নামিদামি তারকারা। কিছুদিন আগেই অভিনেতা শ্রীনিধি শেট্টি প্রয়াগরাজের অভিজ্ঞতা তুলে ধরে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার আরও এক দক্ষিনী অভিনেতাকে দেখা গেল কুম্ভ মেলায় আসতে।
রবিবার কুম্ভ মেলায় এসেছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তবে তিনি শুধু একা নন, মা মাধবীকে নিয়ে ত্রিবেণী সঙ্গমে পুন্যস্নান করতে এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একাধিক ছবি হয়েছে ভাইরাল।
আরও পড়ুন: শ্যালকের বিয়েতে নিককে ‘নিকু’ বলে সম্বোধন পাপারাৎজির, জবাবে এটা কী করলেন প্রিয়াঙ্কা?
আরও পড়ুন: পরিবারের সঙ্গে কুম্ভ মেলায় পঙ্কজ ত্রিপাঠি, শিশুদের সঙ্গে তুললেন ছবি
ছবিতে দেখা যাচ্ছে, পর্দার অর্জুন রেড্ডি পরে রয়েছেন একটি জাফরান রঙের ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা। মাথা নিচু করে জোড় হাত করে ঈশ্বরের থেকে আশীর্বাদ চাইছেন তিনি। অভিনেতার পাশে মা মাধবীকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনিও কমলা রঙের একটি সালোয়ার স্যুট পরে হাতজোড় করে প্রার্থনা করছিলেন ঈশ্বরের থেকে।

ইতিমধ্যেই কুম্ভ মেলায় একাধিক দক্ষিণী তারকা এসেছেন। বিজয় সম্ভবত সর্বশেষ দক্ষিণী তারকা যিনি এই মেলায় এলেন। গত শনিবার রামচরণের স্ত্রী উপাসনা বন্ধুদের সঙ্গে প্রয়াগরাজ ভ্রমণ করতে এসেছিলেন। শুধু তাই নয়, দক্ষিণী অভিনেতা রানা দাগ্গুবতীর স্ত্রী মিহিকা বাজাজ মা বান্টি বাজাজের সঙ্গে গিয়েছিলেন কুম্ভমেলা। ইনস্টাগ্রামে নাগা সন্ন্যাসীদের সঙ্গে অসংখ্য ছবি পোস্ট করতে দেখা যায় মিহিকাকে।
কিছুদিন আগেই অভিনেত্রী শ্রীনিধি শেট্টি কুম্ভের অভিজ্ঞতা তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সত্যি মনে হচ্ছে প্রয়াগ আমাকে ডেকেছে। আমার এই বিষয়ে কোনও ধারনা বা পরিকল্পনা ছিল না। আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর হঠাৎ করেই যাওয়ার প্ল্যান হয়ে যায়।’
আরও পড়ুন: বিনা অনুমতিতেই রাস্তার পাশে গিটার বাজিয়ে গান! এড শিরানকে না চিনেই কী ঘটাল চেন্নাই পুলিশ?
‘আমি হঠাৎ করেই বুকিং করে ফেলি, ফ্লাইটের টিকিট কেটে ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়ি কুম্ভের উদ্দেশ্যে। এই অভিজ্ঞতা এবং স্মৃতি সারা জীবনের জন্য আমার মনে থেকে যাবে’, বলেছেন KGF খ্যাত শ্রীনিধি।