অজয় দেবগনের ছবি ‘সন অফ সর্দার-২’ ছবি থেকে তাঁকে সরিয়ে দেওয়ার কারণে সম্প্রতি খবরের শিরোনামে উঠে আসেন অভিনেতা বিজয় রাজ। লন্ডনে ছবির শ্যুটিংয়ের সময় অপেশাদার আচরণের অভিযোগ ওঠে অভিনেতা বিজয় রাজের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ছবির প্রযোজক কুমার মঙ্গত পাঠক বিজয়ের স্পট বয়ের বিরুদ্ধে ভয়ঙ্কর কিছু অভিযোগ এনেছেন।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, সেটে উপস্থিত ব্যক্তিরা দাবি করেছেন যে স্পট বয় নেশাগ্রস্ত অবস্থায় হোটেলের এক স্টাফকে যৌন নির্যাতন করেন বিজয় রাজের স্পট বয়। তাঁর স্পট বয়ের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন।
এমন অভিযোগ নিয়ে কী বলেছেন অভিনেতা বিজয় রাজ?
বিজয়ের কথায়, এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। দুটি ঘটনার মধ্যে অন্তত 10 ঘণ্টার পার্থক্য রয়েছে। আমাকে ৪ আগস্ট দুপুর ২টোয় ছবিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর আমার স্পট বয়ের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা ঘটেছিল ৪ অগস্ট রাত ১১টায়। ওই ব্যক্তি আমার স্পট বয় হিসাবে কাজ করলেও এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি এধরনের ঘটনাকে সমর্থনও করি না।'
এদিকে ঘটনা প্রসঙ্গে ‘সন অফ সর্দার-২’র প্রযোজক কুমার মঙ্গত পাঠক বলেন, ‘বিজয়কে ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর তাতে আমি খুশি। আর ওঁর (বিজয়) কর্মীদের দায়িত্বও ওঁর। ভাবুন তো আপনার দলে এমন একজন রাক্ষস থাকলে…। আমরা হোটেলের তরফে একটা অফিসিয়াল ই-মেইল পেয়েছি। সব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি বলেছি, আমরা খুশি বিজয় রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য। আমরা এমন ব্যক্তির সঙ্গে কাজ করতেও চাই না।’
প্রযোজক আরও বলেন, ‘ছবিতে কাজ করার জন্য বিজয় রাজ বড় রুম, ভ্যানিটি ভ্যান দাবি করেছিলেন এবং স্পট বয়দের জন্য অতিরিক্ত চার্জও করেছিলেন। ওঁর স্পট বয়কে প্রতি রাতে ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল যা যে কোনও বড় অভিনেতার চেয়ে বেশি। UK ব্যয়বহুল জায়গা, শুটিংয়ের সময় প্রত্যেকে স্ট্যান্ডার্ড রুম পেয়েছিলেন, কিন্তু তিনি প্রিমিয়াম স্যুট দাবি করেছিলেন। বিজয়ের আচরণ ক্রমাগত খারাপ হতে থাকে। তাঁর দাবির কোনও শেষ ছিল না’।
শ্লীলতাহানির ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অতুল কুলকার্নি আইএএনএসকে জানিয়েছেন, ‘কোনও শুটিং চলছিল, একজন ক্রু সদস্য শ্লীলতাহানির জন্য অভিযোগ দায়ের করেন।আমরা সেই অভিযোগ নথিভুক্ত করেছি। ঘটনাটি মহারাষ্ট্রের গোন্দিয়ায় ঘটেছে। গতকাল (১৬ অগস্ট) অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছিল এবং আজ (১৭ অগস্ট) তিনি জামিনে মুক্তি পেয়েছেন।’
সন অফ সর্দার-২ হল ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটা কমেডি ছবির সিক্যুয়েল। সন অফ সরদার-২র প্রধান চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন এবং সঞ্জয় দত্ত। প্রসঙ্গত এই ছবির আগের পার্টে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছিলেন রবি কিষাণ।ছবিতে মৃণাল ঠাকুরও মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন।