কিছুদিন আগেই গোয়াতে বর্ষবরণের উৎসবে মেতে উঠেছিলেন তামান্না ভাটিয়া। তাঁর সঙ্গে ছিলেন বিজয় ভার্মা। কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁরা নাকি প্রেম করছেন। এবার সেটা আরও জোরদার হল যখন তাঁদের বর্ষবরণের পার্টির পর মুম্বইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একত্রে দেখা গেল। রবিবার, ১৫ জানুয়ারি তাঁদের একসঙ্গে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গিয়েছিল।
পাপারাজ্জিদের জন্য তাঁরা একসঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন। এই অনুষ্ঠানে তাঁদের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে তাঁদের দেখে মুগ্ধ হয়েছেন তামান্নার অনুরাগীরা।
এক পাপারাজ্জির অ্যাকাউন্টের তরফে এই ইভেন্টের একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে তামান্নাকে একটি নীল রঙের পোশাকে দেখা গিয়েছে। তিনি তাঁর ট্রফি হাতে নিয়ে পোজ দেন। এরপর সেই ফ্রেমে বিজয় ভার্মাকে ঢুকে পড়তে দেখা যায়। অভিনেত্রী সরে যেতে চাইলে তিনি তাঁকে আটকান এবং একসঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন। বিজয়কে এদিন একটি রঙিন জ্যাকেট পরে ছবি তুলতে দেখা যায়। সঙ্গে তাঁর পরনে ছিল কালো ডেনিম।
তাঁদের অনুরাগীরা এই পোস্টে তাঁদের রসায়ন দেখে দারুণ খুশি হয়েছেন। অনেকে তো অবাক হয়েছেন যে তাঁদের মতো কত ফারাক তবুও রসায়ন কী সুন্দর। এক ভক্ত এই পোস্টে লেখেন, 'ওদের একসঙ্গে কী মিষ্টি লাগছে।' আরেক ব্যক্তি লেখেন, 'জুটি হিসেবে ওদের দারুণ মানিয়েছে।' আরেক অনুরাগী লেখেন, 'আগুন ধরানো রসায়ন ওদের।' আরেক ব্যক্তি লেখেন, 'আমি ভীষণ অবাক হয়ে গেলাম এই জুটিকে দেখে। অভিনেত্রী ওঁর থেকে অনেক বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, সফল। সেই তুলনায় ছেলেটি নতুন। ওঁর হাবভাব দেখে মনে হয়েছিল ওঁ হয়তো কোনও ব্যবসায়ী বা এমন কাউকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন।'
২০২৩-কে বরণ করার জন্য তাঁদের গোয়ায় একসঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গিয়েছিল। সেই পার্টিতে তাঁদের একে অন্যকে জড়িয়ে ধরতে, চুম্বনরত অবস্থা দেখা গিয়েছে। একসঙ্গে জমিয়ে নাচও করে তাঁরা। কিছুদিন আগে মুম্বই বিমানবন্দরে তাঁদের একত্রে দেখা যায়।
২০০৫ সালে চাঁদ সা রোশান চেহরা ছবির মাধ্যমে এই ৩৩ বছর বয়সী অভিনেত্রী তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন। তামিল এবং তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী হলেন তিনি। অন্যদিকে ২০১২ সালে চিটাগং ছবির মাধ্যমে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তাঁর এখন বয়স ৩৬ বছর। তাঁকে গালি বয় ছবিতে দেখা গিয়েছিল।