বাংলা নিউজ > বায়োস্কোপ > Vijay Varma: ছেলের হয়তো আর বিয়ে হবে না! বিজয়কে নিয়ে বেজায় দুশ্চিন্ততায় তাঁর মা

Vijay Varma: ছেলের হয়তো আর বিয়ে হবে না! বিজয়কে নিয়ে বেজায় দুশ্চিন্ততায় তাঁর মা

বলিউডে এক দশক পার করে  ফেলেছেন বিজয়।

ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করেছেন বিজয়। দেখানো হয়েছে, দিনের পর দিন স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে পেশায় টিকিট চেকার হামজা। সহ্যের সীমা বাঁধ ভাঙলে ঘুরে দাঁড়ায় বদরুন্নিসা।

'ডার্লিংস'-এ অভিনয়ের সুবাদে নতুন করে চর্চায় উঠে এসেছেন বিজয় বর্মা। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ব্ল্যাক কমেডি-ড্রামায় এক মদ্যপ এবং অত্যাচারী স্বামীর ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়োচ্ছেন অভিনেতা।

ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করেছেন বিজয়। দেখানো হয়েছে, দিনের পর দিন স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে পেশায় টিকিট চেকার হামজা। সহ্যের সীমা বাঁধ ভাঙলে ঘুরে দাঁড়ায় বদরুন্নিসা (আলিয়ার চরিত্র)। স্বামীকে শায়েস্তা করার পরিকল্পনা করে সে। অভিনয়ের জন্য ইতিমধ্যেই দর্শকের কাছে পুরো নম্বর পেয়েছেন ছবির অভিনেতারা। কিন্তু ছেলেকে এমন ধূসর চরিত্রে দেখে কী বলছেন বিজয়ের মা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ''ডার্লিংস' মুক্তি পাওয়ার পর থেকে সব ধরনের প্রতিক্রিয়া পাচ্ছি। অনেকে বলছেন, তাঁরা হামজাকে ঘৃণা করেন। কারও কারও আবার আমার অভিনয় খুব পছন্দ হয়েছে। সব চেয়ে মজার প্রতিক্রিয়া দিয়েছেন আমার মা। ছবি দেখে ভয় পেয়ে গিয়ে আমাকে ফোন করে।'

(আরও পড়ুন: ‘নিশ্চিত করেছিলাম ও ভুল না ভাবে’, ‘ডার্লিংস’য়ে আলিয়াকে আঘাত প্রসঙ্গে বললেন বিজয়)

মায়ের ভয়ের ব্যাখ্যা করতে গিয়ে বিজয় বলেন, 'মা ভাবছে, তার ছেলেকে কেউ বিয়ে করবে না। বুঝতে পারছি সে কেন এমন ভাবছে। কিন্তু কথাটা শুনে খুব হেসেছিলাম। মাকে শান্ত করতে হয়েছিল। বোঝাতে হয়েছিল এমন কিছুই হবে না।'

আরও পড়ুন: আলিয়াকে দেখে উইকেন্ড কাটাবেন শাহরুখ, আর চুমুক দেবেন পানীয়ে, লিখলেন টুইটারে

গার্হস্থ্য হিংসার মতো বিষয়কে তুলে ধরা হয়েছে 'ডার্লিংস'-এ। আলিয়া এবং বিজয় ছাড়াও এই ছবিতে নজর করেছেন শেফালি শাহ, রাজেশ শর্মা, রোশন ম্যাথিউয়ের মতো অভিনেতারা। শাহরুখ খান এবং আলিয়ার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি।

ইন্ডাস্ট্রিতে বিজয়ের এক দশক পার। 'গালি বয়', 'সুপার ৩০', 'ঘোস্ট স্টোরিজ'-এর মতো একধিক ছবিতে কাজ করেছেন তিনি।

বন্ধ করুন